ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বিশ্বজুড়ে স্টারলিংকের নজিরবিহীন বিভ্রাট: ৬০ লাখ ব্যবহারকারী ভোগান্তিতে!

প্রকাশিত: ২২:১৮, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ২২:১৯, ২৫ জুলাই ২০২৫

বিশ্বজুড়ে স্টারলিংকের নজিরবিহীন বিভ্রাট: ৬০ লাখ ব্যবহারকারী ভোগান্তিতে!

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্বব্যাপী এক নজিরবিহীন বিভ্রাটের সম্মুখীন হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা ধরে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যাহত হয়, যার ফলে ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৬০ লাখেরও বেশি ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন।

স্টারলিংক ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে এই বিভ্রাটের কথা নিশ্চিত করেছেন। ক্রাউডসোর্সড বিভ্রাট ট্র্যাকার ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ব্যবহারকারীরা সমস্যা অনুভব করতে শুরু করেন।

নিকোলস তার পোস্টে ব্যাখ্যা করেছেন যে, "স্টারলিংকের মূল নেটওয়ার্ক পরিচালনায় প্রয়োজনীয় কিছু অভ্যন্তরীণ সফটওয়্যারে ত্রুটি ছিল, যার কারণেই এই বিভ্রাট দেখা দেয়। আমরা এই সাময়িক সমস্যার জন্য দুঃখিত। স্টারলিংক সবসময় নির্ভরযোগ্য নেটওয়ার্ক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।"

এমনকি ইলন মাস্ক নিজেও এক্সে এই বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "এই বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স এর মূল কারণ খুঁজে বের করে তা চিরতরে সমাধান করবে।"

বিশ্লেষকদের মতে, এত বড় পরিসরের এই বিভ্রাট স্টারলিংকের ইতিহাসে নজিরবিহীন। এটি সফটওয়্যার ত্রুটি, ব্যর্থ আপডেট বা এমনকি সাইবার আক্রমণের ফলও হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

রাজু

আরো পড়ুন  

×