ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

৬ হাজার টাকায় ইন্টারনেট, কিন্তু কতটা নির্ভরযোগ্য? প্রশ্ন উঠছে স্টারলিংক নিয়ে

প্রকাশিত: ২১:৪৬, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ২১:৪৭, ২৫ জুলাই ২০২৫

৬ হাজার টাকায় ইন্টারনেট, কিন্তু কতটা নির্ভরযোগ্য? প্রশ্ন উঠছে স্টারলিংক নিয়ে

বিশ্বব্যাপী নজিরবিহীন ইন্টারনেট বিভ্রাটের শিকার হয়েছে স্টারলিংক ব্যবহারকারীরা। ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হয়ে প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয় এই বিপর্যয়। এর ফলে অন্তত ১৪০টি দেশ ও অঞ্চলের প্রায় ৬০ লাখ ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ হারান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা গেছে, বিভ্রাটের সময় আউটেজ মনিটরিং প্ল্যাটফর্ম ‘ডাউন ডিটেক্টর’-এ স্টারলিংকের ৬১ হাজারেরও বেশি ব্যবহারকারী রিপোর্ট জমা দেন। ব্যবহারকারীরা জানান, স্টারলিংক অ্যাপে “অপটিমাইজেশন কানেকশন” বা “অফলাইন” বার্তা প্রদর্শিত হচ্ছিল, ফলে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন না।

স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলাস সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানান, বিভ্রাটের মূল কারণ ছিল অভ্যন্তরীণ সফটওয়্যার সেবার ব্যর্থতা, যা নেটওয়ার্ক পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। তবে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পুরো নেটওয়ার্ক দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে বলে তিনি জানান।

নিকোলাস বলেন, “স্টারলিংক সাময়িক এই বিঘ্নের জন্য দুঃখিত। আমাদের লক্ষ্য একটি নির্ভরযোগ্য ও ধারাবাহিক ইন্টারনেট নেটওয়ার্ক সরবরাহ করা, এবং আমরা নিশ্চিত করব যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”

স্টারলিংক ও স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এক্স-এ পোস্টে তিনি লেখেন, “ইন্টারনেট সংযোগ খুব শীঘ্রই ফিরে আসবে। বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স এই সমস্যার মূল কারণ তদন্ত করছে এবং তা ভবিষ্যতে প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্লেষকদের মতে, এত বড় পরিসরের এই বিভ্রাট স্টারলিংকের জন্য একটি নজিরবিহীন ঘটনা। যদিও এখন পর্যন্ত নিশ্চিতভাবে সফটওয়্যার ত্রুটি দায়ী বলা হয়েছে, অনেকেই মনে করছেন এটি ব্যর্থ সফটওয়্যার আপডেট বা এমনকি সাইবার হামলার ফলও হতে পারে। কারণ স্টারলিংক বর্তমানে শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহার নয়, সামরিক ও বাণিজ্যিক খাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে স্পেসএক্স মহাকাশে পাঠিয়েছে ৮০০০-এরও বেশি স্টারলিংক স্যাটেলাইট। বর্তমানে এর ৭৮০০টিরও বেশি সক্রিয় স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বজুড়ে ১৪০টিরও বেশি দেশে উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। পৃথিবীর কাছাকাছি কক্ষপথে এসব স্যাটেলাইট মিলে গঠন করেছে একটি বিস্তৃত নেটওয়ার্ক।

বাংলাদেশেও স্টারলিংক সম্প্রতি তাদের কার্যক্রম শুরু করেছে। দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে এটি ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাসিক প্রায় ৬০০০ টাকা খরচে স্টারলিংক ব্যবহার করে উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিচ্ছেন অনেকেই।

যদিও এই বিভ্রাট স্টারলিংকের প্রযুক্তিগত সক্ষমতা ও নির্ভরযোগ্যতা নিয়ে কিছুটা প্রশ্ন তুলেছে, তবে প্রতিষ্ঠানটির দ্রুত প্রতিক্রিয়া এবং স্বচ্ছ ব্যাখ্যা ব্যবহারকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

Jahan

আরো পড়ুন  

×