
ছবি: সংগৃহীত
যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহে নতুন মাত্রা যোগ করছে জার্মানি। এবার দেশটি এমন এক অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা শুনলে অনেকেরই বিস্ময় জাগবে। বলা হচ্ছে—‘সাইবার তেলাপোকা’।
জীবন্ত তেলাপোকার শরীরের সঙ্গে কৃত্রিম প্রযুক্তির সংযোজন করে তৈরি করা এই বায়ো-রোবটিক পোকামাকড় যুদ্ধের সময় শত্রুর অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ করে তা সেনাবাহিনীর কাছে পৌঁছে দিতে সক্ষম।
রয়টার্স বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে জানায়, জার্মানির একটি স্টার্টআপ প্রতিষ্ঠান ‘Swarm Biontactics’ এই বিশেষ প্রযুক্তির উদ্ভাবন করেছে। প্রতিষ্ঠানটির প্রধান স্টেফান উইলহেলম জানান, ‘আমাদের বায়ো-রোবটগুলো জীবন্ত পোকামাকড়ের দেহের ওপর ভিত্তি করে তৈরি। এতে অত্যাধুনিক সেন্সর, ক্ষুদ্র ক্যামেরা ও যোগাযোগ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এগুলো এককভাবে অথবা গুচ্ছ আকারে মিশনে কাজ করতে পারে।’
প্রতিটি সাইবার তেলাপোকার পিঠে বসানো হয়েছে ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও সেন্সর, যা দিয়ে শত্রু ঘাঁটির অবস্থান ও আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে সেনাবাহিনীর কাছে সরাসরি তথ্য পাঠাতে পারবে। এতে গোপন মিশনের সফলতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর জার্মানি সামরিক প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ‘সাইবার তেলাপোকা’ কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বরং দুর্যোগ ব্যবস্থাপনা ও অন্যান্য সুরক্ষা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নতুন এই প্রযুক্তিকে ঘিরে ইতোমধ্যেই ইউরোপজুড়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে যুদ্ধের রূপান্তরকারী পদক্ষেপ হিসেবে দেখছেন, যেখানে মানুষ নয়, রোবটিক পোকামাকড় হবে সেনার ‘গোপন চোখ’।
সূত্র: https://www.reuters.com/business/aerospace-defense/spy-cockroaches-ai-robots-germany-plots-future-warfare-2025-07-23/
রাকিব