ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

বিদ্যুৎ বিল বেশি আসছে? এই ১ মিনিটের টেস্টেই যাচাই করুন মিটার ঠিক আছে কি না

প্রকাশিত: ২১:২১, ২৪ জুলাই ২০২৫; আপডেট: ২১:২৪, ২৪ জুলাই ২০২৫

বিদ্যুৎ বিল বেশি আসছে? এই ১ মিনিটের টেস্টেই যাচাই করুন মিটার ঠিক আছে কি না

ছবি: সংগৃহীত।

প্রতিমাসে বিদ্যুৎ বিল হাতে পেয়ে অনেকেই অবাক হন—“এত বেশি বিল কিভাবে এলো?” অথচ সমস্যা কোথায়, সেটা অনেকেই জানেন না। বিদ্যুৎ মিটার যদি ভুল দেখায় বা অতিরিক্ত ইউনিট গণনা করে, তাহলে তো পকেট গড়েই যাবে। তবে আপনি চাইলে ঘরে বসেই সহজ একটি উপায়ে যাচাই করে নিতে পারেন আপনার মিটারটি ঠিকঠাক কাজ করছে কি না।

মিটার ঠিক আছে কি না বুঝবেন যেভাবে

প্রতিটি ডিজিটাল বিদ্যুৎ মিটারে একটি ছোট লাল বাতি থাকে—যেটাকে বলা হয় "পালস বাতি"। এই বাতিটি কেবল তখনই জ্বলে-নিভে, যখন আপনার বাসায় বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে।

তাই মিটার পরীক্ষার জন্য করুন এই ৩টি ধাপ:
১. প্রথমে বাড়ির প্রধান মেইন সুইচ (MCB) বন্ধ করুন।
২. এরপর মিটারের সামনে গিয়ে দেখুন পালস বাতি জ্বলছে কি না।
৩. যদি মেইন সুইচ বন্ধ থাকার পরেও পালস বাতি জ্বলে-নিভে, তাহলে বুঝতে হবে মিটারটি নষ্ট, এবং এটি অটো পালস দিয়ে বেশি ইউনিট দেখাচ্ছে।

এখন কী করবেন?

  • মিটারের পালস বাতি চলমান থাকার ভিডিও তুলে নিন (মেইন সুইচ বন্ধ অবস্থায়)।

  • আপনার সর্বশেষ বিদ্যুৎ বিলের একটি কপি সংগ্রহ করুন।

  • ভিডিও ও বিল নিয়ে নিকটস্থ বিদ্যুৎ অফিসে গিয়ে মিটার পরিবর্তনের আবেদন করুন।

মিটার ঠিক, তবু বিল বেশি?

অনেক সময় মিটার ঠিক থাকলেও বিল বেশি আসতে পারে। এর পেছনে কিছু কারণ হতে পারে:

  • ওয়্যারিংয়ে লিকেজ বা শর্টসার্কিট।

  • ইলেকট্রনিক যন্ত্রপাতির অতিরিক্ত ব্যবহারে বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়া।

এই অবস্থায় একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দিয়ে আপনার ঘরের সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করিয়ে নিন। কোথাও যদি লোড পড়ে থেকে বিদ্যুৎ অপচয় হয়, সেটিই বিল বাড়ার মূল কারণ হতে পারে।

বিল বেশি আসছে দেখে আতঙ্কিত হওয়ার আগে নিজের ঘরেই কয়েক মিনিট সময় নিয়ে যাচাই করে নিন—মিটার ঠিক আছে কি না। অনেক সময় ছোট একটি ভুল বা অবহেলা আমাদের পকেট থেকে হাজার টাকার বেশি বের করে নেয়। একটু সচেতন হলেই আপনি এই বাড়তি খরচ বাঁচাতে পারেন।

নুসরাত

×