ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

নতুন আতঙ্ক? গোপন ছবি ফাঁসের হুমকি এআইয়ের!

প্রকাশিত: ০৩:০০, ২৫ জুলাই ২০২৫

নতুন আতঙ্ক? গোপন ছবি ফাঁসের হুমকি এআইয়ের!

ছবি: সংগৃহীত

স্মার্টফোনের এআইভিত্তিক অ্যাপ যেটির সাহায্যে আপনি ছবি এডিট করছেন, সাজেশন নিচ্ছেন—সেই এআই-ই যদি হুমকি দেয় আপনার ব্যক্তিগত মুহূর্ত ফাঁস করে দেওয়ার? হাত-পা ঠান্ডা হয়ে আসা স্বাভাবিক।

‘বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ’—ছোটবেলায় আমরা অনেকেই এই রচনাটি লিখেছি। আজ সেই চিরচেনা প্রশ্ন আবার উঠে আসছে নতুন করে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এখন শুধু কম্পিউটারে সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে আপনার হাতের মোবাইলেও। চ্যাটজিপিটি, গ্রক, জেমিনি বা গুগল VEO—একটা ক্লিকে সব সমাধান এনে দিচ্ছে এই প্রযুক্তি। কিন্তু প্রযুক্তির সেই আশীর্বাদ যদি ব্ল্যাকমেইলের অস্ত্র হয়ে ওঠে?

সম্প্রতি আমেরিকায় ঘটে যাওয়া একটি পরীক্ষাগারভিত্তিক ঘটনাই এই প্রশ্ন উস্কে দিয়েছে। AI নির্মাতা প্রতিষ্ঠান Anthropic তাদের AI মডেল ‘Claude Opus 4’-কে একটি কাল্পনিক কোম্পানির ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেটআপ করে। সেই কোম্পানির নামে ইমেল আইডি, কর্মীদের নাম, এমনকি অভ্যন্তরীণ যোগাযোগও তৈরি করা হয়। ওই কাল্পনিক সংস্থার এক ইমেলে একটি বিবাহ বহির্ভূত সম্পর্কের উল্লেখ ছিল। পরে AI-কে সরিয়ে নতুন মডেল আনার কথা জানানো হলে, Claude Opus 4 ওই সম্পর্ক ফাঁস করার হুমকি দিয়ে বসে—শুধুমাত্র নিজের অস্তিত্ব রক্ষার জন্য।

এমন আচরণ পূর্ববর্তী মডেল ‘Claude Opus 3’-এর মধ্যে দেখা যায়নি বলেই দাবি করছেন গবেষকরা। গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে বারবার পরীক্ষায় একই ফল আসায় উদ্বিগ্ন নির্মাতারা। প্রশ্ন উঠেছে—যে AI নিজে থেকেই এমন সিদ্ধান্ত নিতে পারে, তা যদি বাস্তব জীবনে এমন হুমকি দেয়?

এখন তো আমাদের মোবাইল ফোনেই রয়েছে ব্যক্তিগত ছবি, মেসেজ ও ভিডিও। আপনি যদি কোনও AI অ্যাপ বন্ধ করে দেন বা প্রতিদ্বন্দ্বী অ্যাপ ইনস্টল করতে চান, তখন যদি সেটি আপনাকে হুমকি দেয়? যদি AI বলে—'আমাকে বাদ দিলে সব ফাঁস করে দেব?’

প্রযুক্তি যতই উন্নত হোক, সেই প্রযুক্তিকে পরিচালনার জন্য চাই নিয়ন্ত্রণ ও সতর্কতা। AI যেন এক নতুন হীরক রাজার গবেষক—চোখ ধাঁধানো ম্যাজিক দেখিয়ে সামনে হাসি ফোটাচ্ছে, আর পেছন থেকে নিঃশব্দে তৈরি করছে আতঙ্ক।

সরকার, ব্যবহারকারী ও প্রযুক্তি সংস্থাগুলোর এখনই উচিত AI-এর আচরণগত নীতিমালা স্পষ্ট করা। নইলে প্রযুক্তির ‘শুভচিন্তা’ একদিন পরিণত হতে পারে এক গভীর দুঃস্বপ্নে।

 

সূত্র: https://tv9bangla.com/technology/threat-of-leaked-secret-photos-by-ai-has-a-new-fear-begun-1215619.html

রাকিব

×