ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

১৯৬৭ সালের সীমান্তেই ফিরতে হবে! ইসরায়েলকে জবাব দিল সংযুক্ত আরব আমিরাতসহ ১২ দেশ ও সংস্থা

প্রকাশিত: ১৫:৫৭, ২৪ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৫৭, ২৪ জুলাই ২০২৫

১৯৬৭ সালের সীমান্তেই ফিরতে হবে! ইসরায়েলকে জবাব দিল সংযুক্ত আরব আমিরাতসহ ১২ দেশ ও সংস্থা

ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরে তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের পক্ষে ইসরায়েলি সংসদ কনেসেটের ঘোষণাপত্র অনুমোদনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতসহ ১২টি দেশ। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশগুলো এ সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবনাগুলোর ঘোরতর অবমাননা বলে অভিহিত করে।

এই বিবৃতিতে অংশ নেওয়া দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, নাইজেরিয়া, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক, আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই একতরফা পদক্ষেপের কোনো বৈধতা নেই এবং এটি দখলদারিত্বের আইনি অবস্থান পরিবর্তন করতে পারে না। বিশেষ করে পূর্ব জেরুজালেমসহ ১৯৬৭ সাল থেকে অধিকৃত সব ফিলিস্তিনি ভূখণ্ডকে তারা এখনো দখলকৃত অঞ্চল হিসেবে বিবেচনা করে।

দেশগুলো সতর্ক করে জানায়, এ ধরনের ইসরায়েলি কার্যকলাপ শুধু মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে, যা ইতিমধ্যেই গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের ফলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি।

তারা আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং আরব শান্তি উদ্যোগের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সেইসঙ্গে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানায়।

আবির

×