ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

আমেরিকান ভ্লগারের মালামাল ‘ডাকাতি’ করে নিল ভারতীয় বানর, নেটিজেনদের হাসির রোল!

প্রকাশিত: ০২:৫৬, ২৪ জুলাই ২০২৫; আপডেট: ০২:৫৭, ২৪ জুলাই ২০২৫

আমেরিকান ভ্লগারের মালামাল ‘ডাকাতি’ করে নিল ভারতীয় বানর, নেটিজেনদের হাসির রোল!

ছবিঃ সংগৃহীত

ভারতে এসে এক অভিনব ‘সংস্কৃতিক ধাক্কা’ খেলেন এক আমেরিকান ভ্লগার। ঘুরতে বেরিয়ে বানরের হাতে পড়ল তার রাতের খাবার—একটি চকোলেট কেক ও কিছু কমলা! ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, হতবাক ভ্লগারটি তার মোটরবাইকের পাশে দাঁড়িয়ে বলছেন, “আমাকে ভারতে এসে ডাকাতি করল ভাই! আমার চকোলেট কেক আর কমলা নিয়ে গেল,”—একই সঙ্গে চারপাশে থাকা বানরদের উদ্দেশে বলছেন, “পিছিয়ে যাও, পিছিয়ে যাও।” ক্যামেরা ঘুরিয়ে এক বানরের দিকে দেখিয়ে বলেন, “দেখো, ও আমার মুখে করে কমলা নিয়ে যাচ্ছে!”

ভিডিওতে তিনি আরও বলেন, “একটা গোটা চকোলেট কেক ছিল, বাঁচিয়ে রেখেছিলাম রাতের খাবারের জন্য, সব কমলাও নিয়ে গেল। ভাবতেও পারিনি এমন হবে।”
পরে ক্যাপশনে ভ্লগার জানান, সেই খাবারগুলো রাতের জন্য জমিয়ে রেখেছিলেন, আর এখন তিনি ক্ষুধার্ত।

তবে এমন ঘটনায় অবাক হলেও, ভারতীয়দের কাছে এটি খুব সাধারণ ব্যাপার। ভারতের বহু পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় বানরের এমন আচরণ প্রায়ই দেখা যায়। শুধু খাবার নয়, অনেক সময় চশমা, মোবাইল, এমনকি গাড়ির আয়নাও নিয়ে যায় তারা।

ঘটনার পর নেটিজেনরা বেশ মজার প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ লিখেছেন, “শেয়ারিং ইজ কেয়ারিং ভাই, ঈশ্বরের ছোট্ট সৃষ্টিগুলোকেও তো খেতে হবে!”
আরও একজন, যিনি সম্ভবত তার বন্ধু, মন্তব্য করেছেন, “তোরে বলছিলাম সাবধান হতে, আজ আমিও এই বানরের পাল্লায় পড়েছিলাম।”

আরেকজন মজা করে লিখেছেন, “ওটা হলো ফরেস্ট ট্যাক্স ভাই! জঙ্গলের রাস্তায় চললে খাজনা দিতে হয়।”
আরও মন্তব্য আসে: “চিন্তা করো না ভাই, ওরা তো ফোনটাও নিতে পারত। ভাগ্য ভালো, শুধু খাবার নিয়েছে।”
কেউ আবার লিখেছেন, “আমার গাড়ির আয়না একবার ভেঙে দিয়েছিল বানর!”

মন্তব্যের ঘরে অনেকে মজার GIF দিয়েছেন—বানরের চশমা পরে হাঁটা, হার্ট ইমোজি দেখানো কিংবা স্যুট পরে পোজ দেওয়া ইত্যাদি।

যাদের জন্য প্রো টিপ: ভারতের পাহাড়ি, বনাঞ্চল কিংবা মন্দির এলাকায় গেলে খাবার লুকিয়ে রাখুন। কারণ, সুযোগ পেলেই বানরগুলো কেবল এক কামড় নয়, পুরো খাবারটাই নিয়ে উধাও হবে!

সূত্রঃ https://timesofindia.indiatimes.com/etimes/trending/american-vlogger-robbed-by-indian-monkeys-netizens-react/articleshow/122861006.cms

ইমরান

আরো পড়ুন  

×