
আজ উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল করিমের ১৮তম মৃত্যুবার্ষিকী। এই দিনে তার স্মৃতির প্রতি বাঁশখালীবাসীসহ দেশের ইতিহাসপ্রেমীরা গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।
১৯২৮ সালের ১ জুন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাঁপাছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণীজন। শিক্ষা জীবনে তিনি ছিলেন অসাধারণ মেধাবী। ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এম.এ ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে তিনি ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন এবং ১৯৬৬ সাল পর্যন্ত সেখানে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। তিনি ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৬২ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে দুটি পৃথক ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি হাটহাজারী কলেজ ও পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন।
ইতিহাস বিষয়ক অসংখ্য গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনার মাধ্যমে তিনি বাংলাদেশের ইতিহাসচর্চায় অনন্য ভূমিকা রাখেন। ১৯৯৫ সালে তার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে “একুশে পদক” প্রদান করে।
২০০৭ সালের ২৪ জুলাই, ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। আজ তার ১৮তম মৃত্যুবার্ষিকীতে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঁশখালীর এই গর্বিত সন্তানকে।
প্রফেসর ড. আবদুল করিমের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
সানজানা