ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

আব্দুন নূর তুষার

রানা প্লাজায় রেশমার আবিষ্কার সম্পূর্ণ ভুয়া ছিল

প্রকাশিত: ১৪:২৭, ২৪ জুলাই ২০২৫; আপডেট: ১৪:২৮, ২৪ জুলাই ২০২৫

রানা প্লাজায় রেশমার আবিষ্কার সম্পূর্ণ ভুয়া ছিল

রানা প্লাজায় হতাহতের তথ্য লুকোচুরি নিয়ে সরাসরি বক্তব্য করেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। 

তিনি বলেন, সোহরাওয়ার্দী সাহেব রানা প্লাজার ওইখানে যুক্ত হয়েছিলেন এবং সোহরাওয়ার্দী সাহেব একজন রেশমাকে আবিষ্কার করেছিলেন। রেশমা যখন আবিষ্কৃত হয়েছিল এটা নিয়ে বিরাট সন্দেহ প্রকাশ করা হয়েছিল। 

তিনি যুক্তি দেখিয়ে বলেন, আপনি যদি মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই রেশমাকে আবিষ্কারের ব্যাপারটা ভুয়া ছিল। এটা সম্ভব না যে একজন এভাবে আটকে থাকার পরে তার স্কিন ক্লিন থাকবে। স্কিন ক্লিন থাকা সম্ভব না।

নূর তুষার বলেন, যখন হঠাৎ করে মানে বেঁচে থাকার অসম্ভব জায়গা থেকে পানি না পেয়ে, কিচ্ছু না পেয়ে একজন বের হয়ে আসে রেশমা এবং বের হয়ে এসে একেবারে মানে তরতাজা। তখন কিন্তু মানুষ প্রশ্ন করতে থাকে যে তাহলে যারা মরে গিয়েছিল তারা কারা আর যারা জীবিত অবস্থায় বের হল তারা কারা?

সরকারি তালিকার ত্রুটির কথা উল্লেখ করে বলেন, এইখানে বা যেখানে আপনি তালিকার কথা বলেন সকল তালিকায় ত্রুটি পাওয়া গিয়েছে অতীতে। ফলে এইখানে লোকজন আগে থেকেই সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে যে এই তালিকা ঠিক নাই।

তিনি বলেন, সব কিছুর দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকারকে এমন একটা ট্রান্সপারেন্ট ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে সরকার কোনো তালিকা দিলে লোকে বিশ্বাস করবে।

সানজানা

×