ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে বাবা-ছেলের মিলন: বীরের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন শাকিব, বুবলীও যাচ্ছেন নিউইয়র্ক!

প্রকাশিত: ২২:০৫, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ২২:০৬, ২৫ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে বাবা-ছেলের মিলন: বীরের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন শাকিব, বুবলীও যাচ্ছেন নিউইয়র্ক!

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান তার ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাতে যাচ্ছেন। জানা গেছে, জুলাইয়ের শেষ দিকে বীরের মা শবনম বুবলীও নিজের কিছু ব্যক্তিগত কাজ ও ছেলের জন্মস্থান সংক্রান্ত কাগজপত্র হালনাগাদের উদ্দেশে যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে প্রায় তিন মাস থাকবেন তিনি।

ইতিমধ্যে নিউইয়র্কে অবস্থান করছেন শাকিব খান। আগস্টের মাঝামাঝি তিনি দেশে ফিরবেন। এই সময়ের মধ্যে অন্তত ১৫ দিন শেহজাদ তার বাবার সান্নিধ্যে থাকবে।

শাকিব খান বলেন, "কাজের ব্যস্ততায় তো সন্তানদের সময় দিতে পারি না। তাই চেষ্টা করব শেহজাদকে সুন্দর কিছু স্মৃতি উপহার দেওয়ার।" সন্তানদের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি আরও বলেন, "সবার কাছে আমি তারকা, কিন্তু আব্রাহাম আর শেহজাদের কাছে আমি শুধু বাবা। আমি চেষ্টা করি, যতটুকু সময় পাই, ওদের জন্য দিতে। ওরা আমার ভালোবাসা, শক্তি আর প্রেরণা।"

শাকিব খান দেশে ফিরবেন আগস্টের মাঝামাঝি, আর বুবলী ফিরবেন অক্টোবরের শেষ দিকে। তাদের এই বিদেশ সফর বাবা-ছেলের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

 

রাজু

×