
ছবি: সংগৃহীত।
জাল টাকায় প্রতারিত হয়ে চোখের জলে ভেসে যাওয়া সেই গরু বিক্রেতা রইস উদ্দিন এবার যাচ্ছেন পবিত্র ওমরাহ পালনে। চিত্রনায়িকা অপু বিশ্বাসের অর্থায়নে এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন তিনি।
গত কোরবানি ঈদের আগে রাজধানীর দিয়াবাড়ির গরুর হাটে নিজের লালনপালন করা গরু বিক্রি করে ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই জাল নোট পান নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের রইস উদ্দিন। সেই মুহূর্তে তার বোবা কান্নার ভিডিও ভাইরাল হয়ে সারা দেশের মানুষকে নাড়া দেয়।
এই হৃদয়বিদারক ঘটনার পরপরই মানবিক সহযোগিতার হাত বাড়ায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। প্রথম ধাপে রইস উদ্দিনকে দেওয়া হয় ৫০ হাজার টাকা। পরে নানা মাধ্যমে আরও সহায়তা পান তিনি। মানবিক উদ্যোগের অংশ হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাস রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরাহ পালনে পাঠানোর প্রতিশ্রুতি দেন।
অপু বিশ্বাস বলেন, “তিনি আমার বাবার বয়সী। আমি যদি তার নিজের মেয়ে হতাম, তবে নিশ্চয়ই এমন করতাম। তিনি যেন আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করেন, এটাই চাই। তাকে ওমরাহ পাঠাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।”
অভিমত জানাতে গিয়ে রওনা হওয়ার আগে আবেগভরা কণ্ঠে রইস উদ্দিন বলেন, “অপু বিশ্বাস আমাকে কথা দিয়েছিলেন, তিনি সেই কথা রেখেছেন। আমি যাচ্ছি ওমরাহ করতে—এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
নুসরাত