ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

যদি বাজেয়াপ্ত করতে চাও, করো: দুদককে চ্যালেঞ্জ সজীব ওয়াজেদ জয়ের

প্রকাশিত: ২১:৪০, ২৫ জুলাই ২০২৫

যদি বাজেয়াপ্ত করতে চাও, করো: দুদককে চ্যালেঞ্জ সজীব ওয়াজেদ জয়ের

গত ২৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় একটি ফেসবুক পোস্টে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে তার নামে বিলাসবহুল দুটি বাড়ির সন্ধান পাওয়ার দাবির প্রেক্ষিতে তিনি ওই পোস্টে প্রতিক্রিয়া জানান। জয়ের দাবি, অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত।

দুদকের প্রতিবেদন অনুযায়ী, জয়ের নামে ভার্জিনিয়ায় দুটি বিলাসবহুল বাড়ির খোঁজ মিলেছে, যার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় ৫৩ কোটি টাকা। তবে সংস্থাটি জানায়, এই সম্পত্তির কোনো উল্লেখ জয়ের আয়কর নথিতে নেই।

এ প্রসঙ্গে ফেসবুকে জয় লেখেন, যদি দুদক চায়, তবে তারা এগুলো বাজেয়াপ্ত করতে পারে তিনি সাদরে স্বাগত জানাবেন। সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সম্পূর্ণ প্রস্তুত বলেও উল্লেখ করেন।

জয় দাবি করেন, বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে দুদকের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, বাস্তবে তার নামে শুধুমাত্র একটি বাড়ি রয়েছে, যা ২০১৮ সালে ক্রয় করেন এবং ডিভোর্স চূড়ান্ত হওয়ার পরই নিজের নামে রেজিস্ট্রি করেন।

তিনি আরও দাবি করেন, এর আগে তিনি আরেকটি বাড়ি কিনেছিলেন, তবে সেটি বিক্রি করে দিয়েছেন। বিক্রি করা ওই বাড়ির অর্থ দিয়েই তিনি বর্তমান বাড়িটি কেনেন।

ফেসবুক পোস্টে জয় উল্লেখ করেন, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ইতোমধ্যে তার বিষয়ে তদন্ত করেছে এবং কোনো ধরনের অবৈধ কার্যকলাপ বা আর্থিক অনিয়ম খুঁজে পায়নি।

তিনি অভিযোগ করেন, এই পুরো প্রচেষ্টার পেছনে উদ্দেশ্য ছিল তার ব্যক্তিগত ঠিকানা প্রকাশ করে তাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অস্ত্র রাখা বৈধ এবং গুলির পরিমাণেরও কোনো সীমাবদ্ধতা নেই তাই তিনি কোনো হুমকিতে ভীত নন।

সবশেষে জয় বলেন, নিজের নিরাপত্তা রক্ষায় তিনি পুরোপুরি প্রস্তুত ও সক্ষম। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তার ভার্জিনিয়ার বাড়িটিকে যেন ঢাকার ৩২ নম্বর বাড়ির সঙ্গে মিলিয়ে দেখা না হয়।

Jahan

×