ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

হঠাৎ কেন বিকল হয়ে গেল স্টারলিংকের ইন্টারনেট সেবা?

প্রকাশিত: ২১:৫১, ২৫ জুলাই ২০২৫

হঠাৎ কেন বিকল হয়ে গেল স্টারলিংকের ইন্টারনেট সেবা?

ছবি: সংগৃহীত।

স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে। স্থানীয় সময় ২৪ জুলাই বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ সমস্যা প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী ছিল। ফলে অন্তত ১৪০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে থাকা প্রায় ৬০ লাখ ব্যবহারকারী ইন্টারনেট থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিভ্রাট শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আউটেজ মনিটরিং সাইট DownDetector-এ ৬১ হাজারের বেশি বিভ্রাট রিপোর্ট জমা পড়ে। ব্যবহারকারীরা স্টারলিংক অ্যাপে ‘অপটিমাইজিং কানেকশন’ ও ‘অফলাইন’ বার্তা দেখাতে থাকেন।

স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলাস এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে জানান, ইন্টারনেট বিভ্রাটের মূল কারণ ছিল অভ্যন্তরীণ সফটওয়্যার সিস্টেমের ব্যর্থতা। দ্রুত পদক্ষেপ নিয়ে নেটওয়ার্ক কার্যত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, স্পেসএক্স ও স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিজেও এক্সে দুঃখ প্রকাশ করে বলেন, “ইন্টারনেট খুব শিগগিরই পুনঃস্থাপন হবে। বিভ্রাটের জন্য আমরা দুঃখিত। সমস্যার মূল কারণ নির্ণয় করে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তা নিশ্চিত করা হবে।”

বিশ্লেষকদের অনেকে মনে করছেন, এত বড় পরিসরে এই বিভ্রাট স্টারলিংকের ইতিহাসে নজিরবিহীন। এটি হয়তো কোনো ব্যর্থ সফটওয়্যার আপডেট কিংবা সম্ভাব্য সাইবার হামলার ফলেও হয়ে থাকতে পারে। কারণ, স্টারলিংক বর্তমানে কেবল ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য নয়, সামরিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

২০২০ সাল থেকে স্টারলিংক মহাকাশে পাঠিয়েছে প্রায় ৮ হাজার স্যাটেলাইট। এর মধ্যে বর্তমানে সক্রিয় রয়েছে প্রায় ৭ হাজার ৮০০টি স্যাটেলাইট, যেগুলোর মাধ্যমে ১৪০টিরও বেশি দেশে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করছে স্টারলিংক।

বাংলাদেশেও সম্প্রতি স্টারলিংক তাদের কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতে ইন্টারনেট পৌঁছাতে স্টারলিংক ইতোমধ্যেই উল্লেখযোগ্য অবদান রাখছে। মাসে ৬ হাজার টাকার বিনিময়ে গ্রাহকরা পাচ্ছেন উচ্চগতির ইন্টারনেট সেবা।

নুসরাত

×