
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশটি আটকে দিয়েছে মার্কিন আদালত। বুধবার (২৩ জুলাই) আদালতের রায়ে বলা হয়, ট্রাম্পের এই পদক্ষেপ ‘অসাংবিধানিক’ হতে পারে, তাই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটি কার্যকর হবে না।
নবম সার্কিট কোর্ট অফ আপিল ২-১ ভোটে নিম্ন আদালতের রায় সমর্থন করেছে। এর ফলে, ২৭ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া আদেশের বিরুদ্ধে দেশব্যাপী নিষেধাজ্ঞা বহাল থাকল।
ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয় ও ওরেগন রাজ্যগুলো এই আদেশের বিরুদ্ধে মামলা করেছিল, তাদের দাবি ছিল ট্রাম্পের এই পদক্ষেপের ফলে রাজ্যের জনসংখ্যা কমে যাবে এবং ফেডারেল তহবিল পাওয়ার সুযোগও সংকুচিত হবে।
বিচারকেরা জানান, জেলা আদালত সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, ট্রাম্পের নির্বাহী আদেশ মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর নাগরিকত্ব ধারাকে লঙ্ঘন করে।
এপ্রিল মাসে ট্রাম্প এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, যার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অনিবন্ধিত বা অস্থায়ী অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করতে চেয়েছিলেন।
রাজু