ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

অবশেষে কি খুঁজে পাওয়া গেল নূহ (আ.) এর নৌকা?

প্রকাশিত: ২১:২৮, ২৫ জুলাই ২০২৫

অবশেষে কি খুঁজে পাওয়া গেল নূহ (আ.) এর নৌকা?

ছবি: সংগৃহীত।

তুরস্কের আরারাত পর্বতের কাছে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে নৌকার মতো এক বিশাল কাঠামো। ধারণা করা হচ্ছে, এটিই হতে পারে হজরত নূহ (আ.)-এর সেই ঐতিহাসিক নৌকা—যার মাধ্যমে মহান আল্লাহ বিশ্বাসীদেরকে মহাপ্লাবণ থেকে রক্ষা করেছিলেন।

হজরত নূহ (আ.) ইসলামী ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ নবী। ধারণা করা হয়, প্রায় ৫৫০০ বছর আগে তিনি পৃথিবীতে আগমন করেন এবং টানা ৯৫০ বছর মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন। কিন্তু তাঁর অনুসারী হয় হাতে গোনা কিছু মানুষ, এমনকি তাঁর নিজের সন্তানও অবিশ্বাসীদের দলে ছিল।

পরবর্তীতে মহান আল্লাহ অবিশ্বাসীদের ওপর নেমে আনেন ভয়াবহ এক মহাপ্লাবণ, যা টানা ৪০ দিন স্থায়ী ছিল। আল্লাহর নির্দেশেই নূহ (আ.) তৈরি করেন এক বিশাল নৌকা, যাতে জোড়ায় জোড়ায় সব প্রাণী এবং ঈমানদারদের তোলা হয়। পানি নেমে যাওয়ার পর সেই নৌকাটি থামে এক পর্বতের চূড়ায়—যা কোরআনে ‘জুদি’ পর্বত নামে পরিচিত।

১৯৫৯ সালে তুর্কি সেনাবাহিনীর ক্যাপ্টেন ইলহান দুরপিনার একটি বিমান অভিযানের সময় আরারাত পর্বতের দক্ষিণে অদ্ভুত আকৃতির এক বস্তু দেখতে পান। সেটির ছবি নিয়ে গবেষণা শুরু হলে, অনেকে ধারণা করেন এটাই সেই নূহ (আ.)-এর নৌকার ফসিল।

এই বস্তুটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৫০০ ফুট উঁচুতে অবস্থিত, যা জাহাজের অবস্থানের জন্য অত্যন্ত অস্বাভাবিক। তাই বিজ্ঞানীরা এ বিষয়ে নানা গবেষণা শুরু করেন। পাশাপাশি খ্রিস্টান ও মুসলিম বিশ্বে শুরু হয় চাঞ্চল্য।

১৯৯৭ সালে বিজ্ঞানীরা কৃষ্ণসাগরের তীরে মিঠা পানির প্রাণীর জীবাশ্ম খুঁজে পান। এতে ধারণা করা হয়, হয়তো একসময় কৃষ্ণসাগর ছিল মিঠা পানির লেক, যা হঠাৎ করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্লাবিত হয়।

এছাড়াও ১৯৮৫ সালে আবিষ্কৃত হয় ৪০০০ বছর আগের একটি মাটির ফলক, যাতে লেখা ছিল মহাকাব্য গিলগামেশ। এতে বলা হয়, উটনাপিশটিম নামের এক ব্যক্তি একটি বিশাল নৌকা তৈরি করে প্রাণীদের জোড়ায় জোড়ায় তুলে প্লাবণ থেকে বাঁচান। এই কাহিনী কোরআনে বর্ণিত নূহ (আ.)-এর কাহিনীর সঙ্গে অদ্ভুত রকম মিল খুঁজে পায় গবেষকরা।

যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি যে তুরস্কে পাওয়া কাঠামোটিই নূহ (আ.)-এর নৌকা, তবে বিষয়টি নিয়ে বিস্তর গবেষণা চলছে। অনেকেই মনে করছেন, মানব ইতিহাসের এই অন্যতম রহস্য হয়তো অদূর ভবিষ্যতেই উদঘাটিত হতে যাচ্ছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=nwYQ18iYqC0

নুসরাত

×