ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

আপনার ছবি কি বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে? অজান্তেই বিপদে ৯৯% ফেসবুক ব্যবহারকারী!

প্রকাশিত: ০৪:০২, ২৪ জুলাই ২০২৫; আপডেট: ০৪:০২, ২৪ জুলাই ২০২৫

আপনার ছবি কি বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে? অজান্তেই বিপদে ৯৯% ফেসবুক ব্যবহারকারী!

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করাটা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি জানেন, সেই ছবিই হয়ত এখন বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবের অপরাধ চক্রের হাতে?

বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে পাবলিকলি আপলোড করা ছবি বিভিন্ন AI-চালিত স্ক্র্যাপিং টুলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হচ্ছে। এরপর এসব ছবি ব্যবহার করে ভুয়া পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, এমনকি পর্নো ডিপডেক ভিডিও পর্যন্ত তৈরি করা হচ্ছে। যার শিকার হচ্ছেন অতি সাধারণ মানুষ, এমনকি পাবলিক ফিগাররাও।

এইসব ছবি ব্যাবহার হচ্ছে ফেইক আইডি ট্র্যাফিকিং-এ, যার মানে হচ্ছে একজন এর পরিচয় ব্যাবহার করে ভুয়া আইডি তৈরি করা। যা দিয়ে বিভিন্ন অবৈধ কার্যকলাপ এমনকি গুরুতর অপরাধও সংঘটিত হয়। সবচেয়ে উদ্বেগজনক অপরাধ গুলোর মধ্যে, অনলাইন স্ক্যামিং, ব্ল‍্যাকমেইলিং এবং ডিপফেইক পর্নোগ্রাফি অন্যতম। এই সকল অপরাধ সংঘটিত করছে কিছু অনলাইন একটিভ চক্র।

এই চক্রের অন্যতম শিকার, পাবলিক প্রোফাইলধারী কিশোরী এবং নারী, যারা ফ্যাশন বা গ্ল্যামার ছবির প্রতি বিশেষ আগ্রহী, এবং ছবি ভাইরাল হওয়ার প্রবণতা আছে। এদের সুগঠিত কুচক্র তাদের টার্গেট বাছাই করে ‘ডার্ক অপারেশন’ নামক কাজ শুরু করে। এই ব্যাপারে ভিক্টিম তখনও জানতে পারেন না। তবে কিছু ঘটে যাওয়ার পর ভিক্টিম আতঙ্কে দিশেহারা হয়ে যান। এমনকি সেই কুচক্র থেকে বিভিন্ন হুমকি এবং ব্ল‍্যাকমেইলের শিকার হন।

সুরক্ষিত থাকতে যা করবেন

তবে, এইসব কুচক্র থেকে নিরাপদ থাকা সম্ভব। নিরাপদ থাকতে নিজস্ব ফেইসবুক প্রোফাইলের প্রাইভেসি ‘Only Friends’ করুন। ফেইস রিকগনিশন অপশন বন্ধ করুন। Google এ আপনার ছবি রিভার্স ইমেজ সার্চ করুন। ‘AI Cartoon’ বা ‘Face Aging’ জাতীয় অ্যাপে ছবি আপলোডে সতর্কতা অবলম্বন করুন। মেসেজার বা ইনবক্সে আসা অচেনা লিংকে ক্লিক করবেন না, বিশেষ করে যদি সেটি ‘ছবি দেখো’, ‘ভিডিও দেখো’ ইত্যাদি টাইপের হয়। ফেসবুক ও গুগল অ্যাকাউন্টে Two-Factor Authentication (2FA) চালু করুন।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, ডিজিটাল সচেতনতা ও প্রাইভেসি মেইনটেনেন্সই এখন সবচেয়ে বড় আত্মরক্ষা। আপনি হয়তো একটি সাধারণ ছবি পোস্ট করছেন, কিন্তু সেই ছবি ব্যবহার করে আপনাকে একদিন অপরাধের দায়ে পড়তেও হতে পারে।

আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার অপরাধ, দবি বিকৃতি বা অনলাইন ব্ল‍্যাকমেইলের শিকার হন, তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে।

জাতীয় জরুরি সেবা- ৯৯৯

নারীদের জন্য পুলিশ সাইবার সহায়তা

ফেসবুক: www.facebook.com/PCSW.PHQ

ই-মেইল: [email protected]

হটলাইন: ০১৩২০-০০০৮৮৮

সাহায্য চাওয়া কখনো দুর্বলতা নয়, বরং সচেতন নাগরিকের দায়িত্ব। শেয়ার করুন, সচেতন থাকুন-নিরাপদ রাখুন নিজেকে ও আশেপাশের মানুষকে।

 

সূত্র: Dan Price/makeuseof.com

রাকিব

আরো পড়ুন  

×