
ছবি: জনকণ্ঠ
এনসিপর যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, প্রিয় কুমিল্লাবাসী- কুমিল্লা হচ্ছে বিপ্লবীদের স্থান, বিপ্লবীদের জন্ম দেয়ার স্থান, আর কুমিল্লা হচ্ছে বঞ্চিতদের স্থান। যখনই এই বাংলাদেশ কোনো সংকটে পড়েছে,তখনই কুমিল্লার মানুষ এই বাংলাদেশকে উদ্ধার করেছে। কুমিল্লার মানুষ বাংলাদেশকে উদ্ধার করলেও কুমিল্লা নামে এখনো বিভাগ হয় নাই, তাই অবিলম্বে কুমিল্লা নামে বিভাগ দিতে হবে এবং কুমিল্লা বিমানবন্দর চালু করতে হবে।
দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে (২৩ জুলাই) বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে বক্তব্যে জয়নাল আবেদীন শিশির এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, নাহিদা আফসার নিপা, আলাউদ্দিন মোহাম্মদ, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, হাফছা জাহান, সালাহউদ্দিন জামিল সৌরভ, সিরাজুল হকসহ কেন্দ্রীয়, জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
জয়নাল আবদীন শিশির আরো বলেন, ১৯৭৫ সালে এই শেখ মুজিবের বাকশালকে কুমিল্লার মানুষ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ২৪ এর ওই ফ্যাসিস্ট শাসকদেরকেও কুমিল্লার সূর্য সন্তানেরা মাটির সাথে মিশিয়ে দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। কুমিল্লার মানুষ বারেবারে বাংলাদেশকে উদ্ধার করলেও কুমিল্লা নামে এখনো কোনো বিভাগ হয়নি।আমরা কুমিল্লা নামে বিভাগ চাই, অবিলম্বে কুমিল্লা বিমানবন্দর চালু চাই। আমরা ঢাকা থেকে কুমিল্লা সরাসরি রেল লাইন চাই। আমরা ব্রাহ্মণবাড়িয়া- নরসিংদী ঘুরে কুমিল্লা যেতে চাই না।
সাব্বির