ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

ইউটিউব নিয়ে এলো নতুন ফিচার, যা এড়াতে চাইবেন অনেকেই

প্রকাশিত: ০৯:১৮, ২৪ জুলাই ২০২৫

ইউটিউব নিয়ে এলো নতুন ফিচার, যা এড়াতে চাইবেন অনেকেই

ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রাম রিলস কিংবা টিকটকের মতোই ইউটিউবের শর্টস ভিডিও ফরম্যাট ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বের নানা প্রান্তে। উলম্বভাবে (ভার্টিক্যাল) প্রদর্শিত এই স্বল্পদৈর্ঘ্যের ভিডিওগুলো দ্রুতগতির বিনোদনের জন্য ব্যবহারকারীদের কাছে বেশ পরিচিত। তবে এবার ইউটিউব শর্টসে যুক্ত হয়েছে নতুন একটি ফিচার‘রোটেট শর্টস’, যা দিয়ে অনুভূমিকভাবে (ল্যান্ডস্কেপ মোডে) ভিডিও উপভোগের সুযোগ থাকছে।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, ইউটিউবের এই নতুন ফিচারটি অনেকেই হয়তো এড়িয়ে চলবেন।

প্রযুক্তিবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথোরিটি-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউব শর্টস মূলত তৈরি হয়েছে মোবাইলের পোর্ট্রেট বা উলম্ব স্ক্রিনের উপযোগী করে। এর ইউজার ইন্টারফেস এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা স্ক্রল বা ‘সোয়াইপ আপ’ করে টানা ভিডিও দেখতে পারেন। এতে ভিডিও স্ক্রিনজুড়ে দেখানোর পাশাপাশি ইউজারের মনোযোগ ধরে রাখা সম্ভব হয়।

তবে নতুন করে চালু হওয়া ‘রোটেট শর্টস’ ফিচারে ব্যবহারকারীরা চাইলে শর্টস ভিডিওগুলো ল্যান্ডস্কেপ মোডেও উপভোগ করতে পারবেন। ইউটিউব জানিয়েছে, এটি মূলত একটি অ্যাকসেসিবিলিটি ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে, যাতে যেসব ব্যবহারকারীর ভার্টিক্যাল মোডে ভিডিও দেখা অসুবিধাজনক, তারা সুবিধা পান।

ইতোমধ্যেই এই ফিচার কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে পৌঁছে গেছে। মোবাইল অ্যাপের সেটিংস > অ্যাকসেসিবিলিটি অপশনে গিয়ে সক্রিয় করা যাবে নতুন এই সুবিধা।

তবে নতুন ফিচারটি নিয়ে শুরু হয়েছে বিতর্কও। বিশেষজ্ঞদের মতে, ইউটিউব শর্টসের ভিডিওগুলো ল্যান্ডস্কেপ মোডে উপভোগ করলে স্ক্রিনের দুই পাশে প্রায় ৭০ শতাংশ জায়গা ফাঁকা থেকে যায়। এতে ভিডিও দেখার অভিজ্ঞতা যেমন কমে যায়, তেমনি চোখের জন্যও আরামদায়ক নাও হতে পারে।

ফলে অনেকে মনে করছেন, এই ঐচ্ছিক ফিচারটি ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

বিশ্লেষকদের মতে, শর্টসের দর্শনভঙ্গি ভার্টিক্যাল স্ক্রলেই সবচেয়ে উপযুক্ত। ফলে ‘রোটেট শর্টস’ সুবিধা কতটা কার্যকর হয় বা কতজন ব্যবহারকারী তা গ্রহণ করেন, সেটাই এখন দেখার বিষয়।

 

তথ্যসূত্র: https://www.androidauthority.com/youtube-rotate-shorts-setting-3574015/

রাকিব

আরো পড়ুন  

×