ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৮:৫১, ২৫ জুলাই ২০২৫

টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

টিসিবি’র কার্ডে পোকায় ধরা ও পচা চাল দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় টিসিবি’র কার্ডধারীরা পচা চাল না নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের।

শুক্রবার (২৫ জুলাই) সকালে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ১ হাজার ৮৮৩ জন কার্ডধারী মধ্যে ১০ কেজি চাল, দুই কেজি মুশুরী ডাল, দুই কেজি সয়াবিন তেল, এক কেজি চিনি ন্যায্যমূল্যে সাতশ’ টাকায় বিতরণ শুরু করা হয়। 

প্রথম দফায় গত ২৩ জুলাই বিকেলে ওই ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের ১ হাজার ২৪০ জন কার্ডধারীর মধ্যে অন্যান্য সামগ্রীর সাথে নিম্নমানের পোকায় ধরা পচা চাল বিতরণ করা হয়েছে। কার্ডধারীরা বাড়ি নেওয়ার পর বস্তা খুলে পচা চাল দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিক সর্বত্র ছড়িয়ে পরলে ৬৭০জন কার্ডধারীরা টিসিবি’র পণ্য না নিয়ে বাড়ি চলে যায়।

বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও ইউপি সচিব গোলাম মাওলা জানান, টিসিবি’র কার্ডধারীদের মাঝে চাল দেওয়ার জন্য ১১০ বস্তা চাল নসিমনে করে ইউনিয়ন পরিষদের সামনে আনার পর স্থানীয়রা চালের বস্তায় উৎপাদনের মেয়াদ ২০১৫ সাল ও মেয়াদোর্ত্তীনের তারিখ ২০১৯ সাল লেখা দেখে একটি বস্তা খুলে পোকায় ধরা পচা চাল দেখে তাদের বিষয়টি জানায়। 

তাক্ষনিক তারা নসিমনে থাকা ১১০ বস্তা চাল আগৈলঝাড়া খাদ্যগুদামে ফেরত পাঠিয়ে দিলেও টিসিবি’র ডিলার রহস্যজনক কারণে সেই পচা ও পোকায় ধরা চাল ২৪ জুলাই পুনরায় কার্ডধারীদের মাঝে বিতরণ করেন।

এ ব্যাপারে বাগধা ইউনিয়নের টিসিবি’র ডিলার মেসার্স জনতা এন্টারপ্রাইজের প্রোপাইটার ইমরান মল্লিক বলেন, চালে কোন ক্রটি থাকলে তার দায়দায়িত্ব উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তার। 

ওই ইউনিয়নের সরকারি ট্যাগ অফিসার ও উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, চাল নিতে যারা আপত্তি করবেন তারা অন্যান্য পণ্য নিতে পারবেন। 

উপজেলা খাদ্য পরিদর্শক মো. নাছির উদ্দিন বলেন, চালে সমস্যা থাকলে তা খাদ্যগুদামে ফেরত না দিয়ে সুফলভোগীদের মাঝে বিতরণ করা অন্যায়। 

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক বলেন, টিসিবি’র পণ্যে নিম্নমানের পোকায় ধরা ও পচা চাল কীভাবে আসলো তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মিরাজ খান

×