
ছবি: সংগৃহীত
বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ দিনে দিনে শুধু কথোপকথনের প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে স্টোরি, কমিউনিটি, অ্যাভাটার, বিজনেস অ্যাকাউন্ট, পেমেন্ট সুবিধা ও গ্রুপ কলের মতো নানা আধুনিক ফিচার। তবে এসব ফিচারের পাশাপাশি ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিত করতেও বেশ কিছু কার্যকর টুল যুক্ত করেছে অ্যাপটি।
নিচে হোয়াটসঅ্যাপের ৯টি গুরুত্বপূর্ণ প্রাইভেসি ফিচার তুলে ধরা হলো, যা সক্রিয় রাখলে আপনার ব্যক্তিগত তথ্য থাকবে নিরাপদ।
১. দুই ধাপ যাচাইকরণ (Two-step verification) চালু করুন
হোয়াটসঅ্যাপে নিরাপত্তার একটি শক্তিশালী স্তর যোগ করতে দুই ধাপ যাচাইকরণ ফিচার ব্যবহার করতে পারেন।
চালু করার পদ্ধতি:
- হোয়াটসঅ্যাপে যান > তিন ডট মেনু > Settings > Account > Two-step verification
- ‘Turn on’ অপশনে চাপ দিয়ে একটি ৬-সংখ্যার পিন সেট করুন
- চাইলে একটি ইমেইলও যোগ করতে পারেন, যেটি পিন রিসেটের কাজে লাগবে
পাসওয়ার্ড ম্যানেজারে আপনার হোয়াটসঅ্যাপ পিন সংরক্ষণ করে রাখাই ভালো।
২. ব্যাকআপেও এনক্রিপশন চালু করুন
চ্যাটে এনড-টু-এনড এনক্রিপশন থাকলেও ব্যাকআপে তা ডিফল্টভাবে বন্ধ থাকে। একে চালু করলে হোয়াটসঅ্যাপসহ কেউই আপনার ব্যাকআপে প্রবেশ করতে পারবে না।
- Settings > Chats > Chat backup > End-to-end encrypted backup > Turn On
- একটি পাসওয়ার্ড বা ৬৪-সংখ্যার এনক্রিপশন কি তৈরি করুন এবং তা নিরাপদ স্থানে সংরক্ষণ করুন
৩. ‘লাস্ট সিন’ ও ‘অনলাইন স্ট্যাটাস’ গোপন করুন
কেউ যদি নিয়মিত আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় নজরে রাখে, তাহলে আপনি লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস লুকাতে পারেন:
- Settings > Privacy > Last seen & online
- ‘My contacts except…’ অপশন বেছে নির্দিষ্ট কন্টাক্টদের থেকে গোপন করুন
- একই সেটিংসে ‘Who can see when I’m online’ পরিবর্তন করতে পারবেন
৪. প্রোফাইল ছবি নির্দিষ্ট কন্টাক্ট থেকে লুকান
যারা প্রোফাইল ছবি দেখে অপ্রয়োজনীয় মন্তব্য করে, তাদের জন্য:
- Privacy > Profile photo > My contacts except... নির্বাচন করে ছবি লুকিয়ে রাখুন
৫. স্ট্যাটাস নির্দিষ্ট ব্যক্তিদের থেকে গোপন করুন
- Privacy > Status > My contacts except... নির্বাচন করে স্ট্যাটাস লুকান
চাইলে নির্দিষ্ট কিছু কন্টাক্টের সঙ্গেই শুধু শেয়ার করতে পারেন
৬. ‘রিড রিসিপ্ট’ বন্ধ করুন
আপনি কারো মেসেজ পড়েছেন কিনা সেটা না জানাতেই:
- Settings > Privacy > Read receipts অপশনটি বন্ধ করুন
(তবে আপনি অন্যদের রিড স্ট্যাটাসও দেখতে পারবেন না)
৭. বায়োমেট্রিক লক ব্যবহার করুন
আপনার মেসেজ সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি লক চালু করুন।
- Settings > Privacy > Fingerprint lock (অ্যান্ড্রয়েডে)
- ‘Unlock with fingerprint’ অন করুন
- কখন লক হবে তা বেছে নিতে পারেন: সঙ্গে সঙ্গে, ১ মিনিট পর বা ৩০ মিনিট পর
৮. গ্রুপে অ্যাড হওয়া ঠেকান
যারা ইচ্ছেমতো গ্রুপে আপনাকে অ্যাড করে বিরক্ত করে, তাদের ঠেকাতে:
- Privacy > Groups > My contacts except... নির্বাচন করে নির্দিষ্ট কন্টাক্ট নির্বাচন করুন
৯. বিরক্তিকর কন্টাক্ট রিপোর্ট ও ব্লক করুন
যদি কেউ স্প্যাম পাঠায়, বিরক্ত করে বা অনাকাঙ্ক্ষিত মেসেজ পাঠায়, তাহলে আপনি তাকে রিপোর্ট ও ব্লক করতে পারেন।
আপনার হোয়াটসঅ্যাপ অভিজ্ঞতা নিরাপদ ও আরামদায়ক করতে উপরের গোপনীয়তা ফিচারগুলো চালু রাখুন। শুধু মোবাইলে নয়, উইন্ডোজ বা ম্যাক থেকেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়।
সূত্র: https://www.androidpolice.com/best-whatsapp-privacy-features/
রাকিব