
ছবি: প্রতীকী
সাইকেডেলিক মাশরুমের সক্রিয় উপাদান সাইলোসাইবিন থেকে তৈরি সাইলোসিন যৌগ বয়স বৃদ্ধির প্রক্রিয়া ধীর করতে এবং জীবনকাল বাড়াতে সহায়ক হতে পারে বলে গবেষকরা জানিয়েছেন। এছাড়াও, এই যৌগ বয়স্ক মানুষের জীবনের গুণগত মান উন্নত করতেও ভূমিকা রাখতে পারে।
যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সাইলোসিনের ওপর পরিচালিত একটি গবেষণায় দেখেছেন, এটি মানব ত্বক ও ফুসফুসের কোষের আয়ু ৫০ শতাংশের বেশি বাড়াতে পারে। একই সঙ্গে, ইঁদুরের ওপর পৃথক পরীক্ষায় নিয়মিত সাইলোসাইবিন দেয়া ইঁদুরের জীবনকাল ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই ইঁদুরগুলোর পশমের গুণগত মান উন্নতি ও পুনরুদ্ধারও দেখা গেছে।
গবেষণাটি ‘Nature Partner Journals’ এর ‘Ageing’ প্রকাশনায় প্রকাশিত হয়েছে। এটি সাইলোসাইবিনের বয়স বৃদ্ধির ওপর প্রভাব নিয়ে প্রথম দীর্ঘমেয়াদী গবেষণাগুলোর মধ্যে একটি, যা কেবল মস্তিষ্ক নয়, সমগ্র দেহের ওপর এর প্রভাব পর্যালোচনা করেছে। গবেষণায় দেখা গেছে সাইলোসাইবিন অক্সিডেটিভ স্ট্রেস কমায়, ডিএনএ পুনর্গঠন করে এবং ক্রোমোজোমের টেলোমিয়ার গঠন রক্ষা করে। টেলোমিয়ার গঠন রক্ষা করা বয়স সংক্রান্ত ক্যান্সার ও হার্ট ডিজিজের মতো রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ।
গবেষকদলের প্রধান টেক্সাসের বায়লার কলেজ অফ মেডিসিনের অধ্যাপক ড. লুইস হেকার বলেন, ‘গবেষণার ফলাফল আশাব্যঞ্জক, এমনকি বার্ধক্যেও, যখন চিকিৎসা শুরু করা হয়। আমাদের শরীরের বেশিরভাগ কোষে সেরোটোনিন রিসেপ্টর থাকে, যাদের সঙ্গে সাইলোসাইবিন মিথস্ক্রিয়া করে, তাই এটি শরীরের বয়স বৃদ্ধির প্রক্রিয়ায় ব্যাপক প্রভাব ফেলতে পারে।’
গবেষণায় অংশ নেওয়া সাইকেডেলিক রিসার্চের পরিচালক ড. আলি জন জারাবি বলেন, ‘এই গবেষণা প্রাক-ক্লিনিক্যাল পর্যায়ে শক্তিশালী প্রমাণ দেয় যে সাইলোসাইবিন আয়ুষ্কাল বৃদ্ধিতে সহায়তা করতে পারে, শুধুমাত্র দীর্ঘায়ু নয় বরং বয়সের পরবর্তী বছরগুলোতে জীবনযাত্রার মানও উন্নত করে।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য বয়স্কদের ওপর আরও গবেষণা চালানো এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক বুঝে ওঠা। ইমোরি বিশ্ববিদ্যালয় বর্তমানে বিষণ্নতার জন্য সাইলোসাইবিন-সহায়তাযুক্ত থেরাপির ফেজ ২ ও ৩ ক্লিনিক্যাল ট্রায়ালে কাজ করছে, এবং এই ফলাফলগুলো নির্দেশ করে যে বয়স বৃদ্ধির ক্ষেত্রে সাইলোসাইবিনের সিস্টেম্যাটিক প্রভাবও বোঝা দরকার।’
ড. জারাবি আশা প্রকাশ করেন, ‘যদি ২০২৭ সালে FDA সাইলোসাইবিন-সহায়তাযুক্ত থেরাপিকে বিষণ্নতার জন্য অনুমোদন দেয়, তবে তা জীবনযাত্রার মান উন্নত করে আরও দীর্ঘ ও সুস্থ জীবন দেওয়ার পথ খুলে দিতে পারে।’
সূত্র: এনডিটিভি।
রাকিব