
ছবি: দৈনিক জনকন্ঠ।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে (মোড়ে) ২৩ মামলার আসামি মামুন সম্রাটের মৃত্যুর খবরে মিষ্টি বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার ও বাসস্ট্যান্ড (মোড়ে) সাধারণ মানুষের মধ্যে কয়েকজন ব্যক্তি এ মিষ্টি বিতরণ করেন।
২৫ জুলাই শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা গৌরীপুর বাসস্ট্যান্ডে (মোড়ে) মামুন সম্রাটকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী জানান, দুর্বৃত্তরা মামুনকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পাই। ওসি আরও জানান, মামুনসহ আরও ৩ নারী রাতে কক্সবাজার যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। গৌরীপুর বাসষ্ট্যান্ডে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
নিহত মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামুন গৌরীপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। এ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিরাজ খান