
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে সংগঠিত ও তৃণমূল পর্যন্ত বিস্তৃত করার প্রত্যয়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) কুড়িগ্রাম জেলা শাখায় একটি ৬ (ছয়) মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করেছে।
সংগঠনের সাংগঠনিক কাঠামোকে সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে রবিউস সানিকে আহবায়ক ও রেজাউল করিমকে যুগ্ম সদস্য সচিব হিসেবে উপনীত করে ৬৫ সদস্যের কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
যেখানে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন রাজিয়া সুলতানা সূচি, মোঃ জাহিদ হাসান, ছাইয়েদা আক্তার, মেসবাহুল হক, মোখলেছুর রহমান ও যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন ইনজামাম উল হক, এম হাফিজুর রহমান ফুয়াদ, মোঃ মাসুদ রানা, নাহিদ প্রধান তাছিন, মোঃ আপেল মাহমুদ।
কমিটির সদস্যগণ জেলার প্রতিটি অঞ্চল থেকে সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করছেন।
এই কমিটি কুড়িগ্রাম জেলায় আপ বাংলাদেশ-এর ঘোষিত রাজনৈতিক কর্মসূচিগুলো বাস্তবায়নের পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক, গণমুখী এবং দুর্বৃত্তমুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার কাজ করবে বলে জানা গেছে।
কুড়িগ্রাম জেলা কমিটি প্রস্তাব করেন আপ বাংলাদেশ-এর প্রধান সংগঠক নাঈম আহমদ, যা অনুমোদন করেন আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
উল্লেখ্য, আপ বাংলাদেশ বর্তমানে আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারকে পুনর্বাসন এবং "জুলাই ঘোষণাপত্র" ও "জুলাই সনদ"-এর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
প্ল্যাটফর্মের লক্ষ্য হলো—ক্ষমতাকেন্দ্রিক সুবিধাবাদী রাজনীতির অবসান ঘটিয়ে একটি ন্যায়সঙ্গত, মানবিক ও নৈতিক ভিত্তির নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা।
আবির