ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

জমি নিয়ে বিরোধে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ৫

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৭:৪৬, ২৬ জুলাই ২০২৫

জমি নিয়ে বিরোধে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ৫

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে এক রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) ভুন্দুরচর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় মামলা হলে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—রাজু মিয়া (৩৫), আপেল মাহমুদ (৪৫), নুর মোহাম্মদ (২২), সবেনী বেগম (৪৫) ও মোসাম্মৎ কিনজে বেগম (৫০)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজামাল মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই জমি নিয়ে একাধিক মামলাও রয়েছে। বৃহস্পতিবার শাহাজামাল মিয়ার লোকজন জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন।

নিহতরা হলেন—আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছেলে বুলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। এ ঘটনায় শুক্রবার সকালে রৌমারী থানায় ৩৪ জনের নামে মামলা করেন শাহাজামাল মিয়া।

এদিকে, তিনজনকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও থানা ঘেরাও করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শনিবার (২৬ জুলাই) সকালে রৌমারী ইউনিয়নের ভুন্দুরচর, ফুলবাড়ি এলাকা ঘুরে উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ ও মানববন্ধন শেষে থানা ঘেরাও করেন তারা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি’র ওসি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওই মামলার অন্য এজহারভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

দ্রুত সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

 

মারিয়া

×