ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মৃত মাকে স্বপ্ন দেখে ভারতীয় কিশোরের আত্মহত্যা, যা লিখে গেল সুইসাইড নোটে

প্রকাশিত: ০৭:০৬, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ০৭:০৭, ২৬ জুলাই ২০২৫

মৃত মাকে স্বপ্ন দেখে ভারতীয় কিশোরের আত্মহত্যা, যা লিখে গেল সুইসাইড নোটে

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের সোলাপুরে এক ১৬ বছর বয়সী কিশোর আত্মহত্যা করেছে। শিবশরন ভুতালি তালকোটি নামের এই কিশোর তিন মাস আগে জন্ডিসে মারা যাওয়া তার মায়ের শোক থেকে মুক্তি পেতে পারেনি বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, সে তার মামার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

আত্মহত্যার আগে সে একটি নোট লিখেছিল, যেখানে উল্লেখ ছিল যে সে তার মাকে স্বপ্ন দেখেছিল। স্বপ্নে তার মা তাকে ‘তার কাছে আসার’ জন্য বলেছিলেন।

নোটে লেখা ছিল, ‘আমি শিবশরন। আমি মারা যাচ্ছি কারণ আমি বেঁচে থাকতে চাই না। আমার মায়ের মৃত্যুর পরেই আমারও মারা যাওয়া উচিত ছিল, কিন্তু আমি মামা আর দাদির মুখ দেখে বেঁচে ছিলাম। আমার মৃত্যুর কারণ হল, গতকাল আমার স্বপ্নে মা এসেছিল। সে আমাকে জিজ্ঞেস করেছিল কেন আমি এত দুঃখিত, আর বলেছিল আমাকে তার কাছে যেতে। তাই আমি মরার কথা ভাবলাম। আমি আমার মামা ও দাদির কাছে কৃতজ্ঞ, কারণ তারা আমাকে অনেক সহায়তা করেছে, অনেক আদর করেছে।’

সে তার মামাকে অনুরোধ করেছিল দাদিকে তার বাবার কাছে না পাঠানোর জন্য। নোটে আরও লেখা ছিল, ‘মামা, আমি মারা যাচ্ছি। আমার চলে যাওয়ার পর আমার বোনকে সুখী রেখো। মামা, তোমাকে কিছু বলতে চাই। দাদিকে বাবার কাছে পাঠিও না। সবাই নিজের খেয়াল রেখো। তোমরা আমার জন্য আমার বাবা-মায়ের চেয়েও বেশি করেছো।’

পুলিশ জানিয়েছে, শিবশরন বর্তমানে নীট পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে দশম শ্রেণিতে ৯২% নম্বর পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল। সোলাপুর সিটি থানা পুলিশ এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

আরো পড়ুন  

×