ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

শিফা হাসপাতালে মৃতদেহের সারি, গাজায় ফের রক্তাক্ত রাত

প্রকাশিত: ১৬:৩৮, ২৬ জুলাই ২০২৫

শিফা হাসপাতালে মৃতদেহের সারি, গাজায় ফের রক্তাক্ত রাত

ছবি: সংগৃহীত।

কমপক্ষে ২৫ জন ফিলিস্তিনি ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে নিহত হয়েছেন বলে শনিবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ ও অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে। এই ঘটনা ঘটেছে এমন সময়, যখন যুদ্ধবিরতির আলোচনা স্থবির হয়ে পড়েছে এবং গাজার মানুষ চরম দুর্ভিক্ষের মুখোমুখি।

শিফা হাসপাতালের কর্মীরা জানায়, বেশিরভাগ নিহত ব্যক্তি ইসরায়েলি সীমান্ত সংলগ্ন জিকিম ক্রসিংয়ের কাছে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন, তখনই তাদের উপর গুলি চালানো হয়। নিহতদের মৃতদেহ ওই হাসপাতালে আনা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এই গুলির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এছাড়া বিমান হামলায় গাজা সিটির একটি অ্যাপার্টমেন্ট ভবনে চারজনসহ আরও কয়েকজন নিহত হয়েছেন বলে হাসপাতাল ও অ্যাম্বুলেন্স কর্মীরা জানায়।

এই হামলা হয়েছে এমন সময়ে, যখন ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা কার্যত স্থগিত হয়ে গেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের আলোচক দলগুলোকে প্রত্যাহার করে নেওয়ার পর আলোচনা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

 

 

 

সূত্র: দ্যা গার্ডিয়ান

মিরাজ খান

×