
ছবি: সংগৃহীত।
সুন্নি গোষ্ঠী জায়েশ আল-আদল ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হামলার দায় স্বীকার করেছে এবং টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তারা "সব বেসামরিক নাগরিককে সংঘর্ষের এলাকা থেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে" আহ্বান জানিয়েছে।
সিস্তান-বেলুচিস্তান ইরানের একটি সীমান্তবর্তী প্রদেশ, যা পাকিস্তান ও আফগানিস্তানের কাছাকাছি অবস্থিত। এই অঞ্চলে ইরানের সুন্নি মুসলিম বেলুচ সংখ্যালঘুদের বসবাস, যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বঞ্চনা ও রাজনৈতিক উপেক্ষার অভিযোগ করে আসছে।
বেলুচ মানবাধিকার সংগঠন HAALVSH, প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলাকারীরা বিচারকদের কার্যালয়ে ঢুকে পড়ে, এবং সেখানে একাধিক বিচার বিভাগীয় কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত বা আহত হয়েছেন।
সূত্র: দ্যা গার্ডিয়ান
মিরাজ খান