ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

ফিলিস্তিনি রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে কী লিখেছিলেন ম্যাক্রোঁ?

প্রকাশিত: ১৬:৩০, ২৬ জুলাই ২০২৫

ফিলিস্তিনি রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে কী লিখেছিলেন ম্যাক্রোঁ?

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ঐতিহাসিকভাবে ফ্রান্সের প্রতিশ্রুতিতে অবদান রাখার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার এ ঘোষণা দেন।

“এই সমাধানই একমাত্র পথ, যা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের ন্যায্য আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। এখন এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে,” আব্বাসকে পাঠানো এক চিঠিতে বলেন ম্যাক্রোঁ।

তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাতের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা ক্রমেই দূরে সরে যাচ্ছে। আমি সেটাকে মেনে নিতে পারি না।”

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেন, ফ্রান্সের এই পদক্ষেপ তার জনগণের জন্য একটি বিজয় এবং তিনি অন্যান্য দেশগুলোকেও আহ্বান জানান যেন তারা দুই-রাষ্ট্র সমাধানকে সমর্থন জানিয়ে একই ধরনের অবস্থান গ্রহণ করে, যা এই দীর্ঘদিনের সংঘাত নিরসনে সহায়ক হবে।

সৌদি আরব দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে অবস্থান নিয়েছে এবং বারবার গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের দমন-পীড়নের নিন্দা জানিয়েছে।

ইতোমধ্যে ১৪০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে তাদের স্বীকৃতি ঘোষণা করবে।

আবির

×