ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মহাকাশে ইরানের নতুন স্যাটেলাইট, উৎক্ষেপণে ব্যবহৃত রাশিয়ার রকেট

প্রকাশিত: ০৬:১৮, ২৬ জুলাই ২০২৫

মহাকাশে ইরানের নতুন স্যাটেলাইট, উৎক্ষেপণে ব্যবহৃত রাশিয়ার রকেট

ছবি: সংগৃহীত

ইরানি রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে জানা গেছে, রাশিয়ার একটি রকেট ইরানের একটি যোগাযোগ স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেছে। এটি ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচির সাম্প্রতিক সফলতা, যা কিছু পশ্চিমা সরকারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা।

শুক্রবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরা জানায়, ‘নাহিদ-২ যোগাযোগ স্যাটেলাইটটি রাশিয়ার ভোস্তোচনি কসমোড্রোম থেকে সয়ুজ রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়েছে।’ পশ্চিমা সরকারগুলো দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে যে, ইরানের মহাকাশ গবেষণার প্রযুক্তিগত অগ্রগতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নত করতেও ব্যবহৃত হতে পারে।

ইরানের প্রকৌশলীরা নিজেরাই তৈরি করেছেন ১১০ কেজি ওজনের এই স্যাটেলাইটটি। স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা ইরান, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে পারমাণবিক আলোচনার ঠিক আগে প্রকাশিত হয়।

গত ডিসেম্বরে ইরান ঘোষণা দেয় যে তারা তাদের এখন পর্যন্ত সবচেয়ে ভারী পে-লোড মহাকাশে প্রেরণ করেছে, যার জন্য তারা দেশীয়ভাবে তৈরি স্যাটেলাইট ক্যারিয়ার ব্যবহার করেছে।

সেপ্টেম্বরে ইরান জানিয়েছিল যে তারা ইসলামি বিপ্লবী গার্ড কোরের মহাকাশ বিভাগ দ্বারা তৈরি ‘গাইম-১০০’ ক্যারিয়ার ব্যবহার করে ‘চামরান-১’ গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

 

সূত্র: আল জাজিরা।

রাকিব

আরো পড়ুন  

×