ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সিলেটে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট  

প্রকাশিত: ১৭:২৯, ২৬ জুলাই ২০২৫

সিলেটে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ছবি: দৈনিক জনকন্ঠ।

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি’র টহল টিম শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোরে এসব পণ্য জব্দ করে। 

বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, উৎমা, প্রতাপপুর, শ্রীপুর এবং দমদমিয়া বিওপি’র টহল টিম অভিযান করে ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, চকলেট ও গরু এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশি শিং মাছ জব্দ করে। এছাড়া সীমান্ত এলাকার বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি। 

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান- ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

মিরাজ খান

×