
ছবি: জনকণ্ঠ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” কর্মসূচি। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব খান এবং ছাত্র প্রতিনিধি শাহেদুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মূল পর্বে অংশগ্রহণকারীরা সমাজ গঠনে সচেতন, দায়িত্বশীল ও মানবিক ভূমিকা রাখার অঙ্গীকার করে একযোগে শপথ পাঠ করেন।
এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে কেন্দ্রীয়ভাবে আয়োজিত কর্মসূচির সাথে ভার্চুয়ালি যুক্ত হয় আনোয়ারা উপজেলা প্রশাসন।
আবির