ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত 

জিএম কিবরিয়া, দুর্গাপুর, রাজশাহী

প্রকাশিত: ১৭:১৫, ২৬ জুলাই ২০২৫

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত 

ছবি: জনকণ্ঠ

সারাদেশের ন্যায় রাজশাহীর দুর্গাপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ, সেবা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২৬ জুলাই (শনিবার) সকাল সাড়ে নয়টায় উপজেলা হলরুমে অনুষ্ঠানটি শুরু হয়ে বেলা ১১ টায় শেষ। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কৃতক আয়োজিত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, সমাজসেবক কর্মকর্তা, আ,ন,ম রাকিবুল ইউসুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা, শারমিন শাপলা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা,  বিভিন্ন এলাকার থেকে আগত  প্রায় ৩০০ শতাধিক  জনসাধারণ উপস্থিত ছিলেন। 

এসময় জুলাই শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয়।  প্রধান উপদেষ্টার বাণী প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও উপদেষ্টার বক্তব্য সম্প্রচার করা হয়। ভার্চুয়ালি সারাদেশে দেশ   লক্ষ কন্ঠে  একসাথে সমাজ গঠনের শপথ পাঠ করানো হয়৷ উপস্থিত বক্তারা,  জুলাই আত্মত্যাগ, তাদের চেতনা ধরে রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ শেষ সাংস্কৃতিক  অনুষ্ঠান ও  সেবা মেলা উদ্বোধনের মাধ্যম দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। 

শিহাব

×