
ছবি: সংগৃহীত
ডিজিটাল নেভিগেশন আরও সহজ করতে গুগল ম্যাপসের ইন্টারফেস বড় রদবদল হতে চলেছে। তথ্যের উপস্থাপনায় বেশ কিছু পরিবর্তন আসছে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা অনেকটাই উন্নত করবে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে—এই আপডেট কি আমাদের বদলাতে চলা ডিজিটাল চাহিদা পুরোপুরি মেটাতে পারবে?
দ্রুত পরিবর্তিত ডিজিটাল জগতে গুগল ম্যাপসও পিছিয়ে নেই। এ নতুন আপডেট ব্যবহারকারীদের নেভিগেশনকে আরও স্বচ্ছ ও সুবিধাজনক করে তুলবে বলে আশা করা হচ্ছে। আসন্ন মাসগুলোতে দেখা যাবে এই পরিবর্তনগুলো কীভাবে আমাদের দৈনন্দিন অনলাইন অভ্যাসে প্রভাব ফেলবে।
নতুন ডিজাইনের তথ্য কার্ডে আরও সহজ নেভিগেশন
গুগল ম্যাপস প্রেমীরা খুব শিগগিরই দেখতে পাবেন নতুন ডিজাইনকৃত লোকেশন তথ্য কার্ড। শুধু রূপান্তর নয়, এই আপডেট তথ্যগুলোকে আরও সুসংগঠিত ও সহজে গ্রহণযোগ্য করে তুলবে। যেমন, খোলা থাকার সময়, রিভিউ ও যোগাযোগের অপশনগুলো এখন আরও পরিষ্কার ও প্রাধান্য অনুযায়ী সাজানো থাকবে।
ফাংশনালিটিতে কোনো বিশাল পরিবর্তন না এলেও, তথ্য খোঁজার সময় স্ক্রল করতে হবে না এমন সুবিধা দেওয়ার মাধ্যমে ব্যবহারকারীর সময় ও শ্রম বাঁচানো হবে।
ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়নের লক্ষ্য
গুগল ব্যবহারকারীদের জন্য নেভিগেশনকে আরও সহজ করার লক্ষ্য নিয়ে এই নতুন ডিজাইন এনেছে। তথ্য কার্ডগুলো দ্রুত সন্ধান বা নিকটস্থ স্থানের সন্ধানের সময় স্পষ্ট তথ্য দেখাবে।
অন্য একটি নতুন ফিচার হচ্ছে টিকিট সংক্রান্ত তথ্য সরাসরি অ্যাপে পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের অ্যাপ ছাড়াই প্রয়োজনীয় তথ্য পেতে সাহায্য করবে। কম সময়ের মধ্যে সহজ নেভিগেশন এখন সত্যিই বাস্তব হতে চলেছে।
কবে পাবেন এই আপডেট?
জানানো হয়েছে, এই আপডেট ২০২৫ সালের জুলাইয়ের শেষ দিক থেকে ধাপে ধাপে চালু করা হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে একটি নোটিফিকেশন পাবেন, যার মাধ্যমে তারা নতুন ভার্সনে আপগ্রেড করতে পারবেন।
শুরুতে সবাই একসঙ্গে এই পরিবর্তন দেখতে পাবেন না, কারণ এত বড় একটি অ্যাপের জন্য ধাপে ধাপে রোলআউট করা হয়।
অতীত থেকে ভবিষ্যতের দিকে
গুগল ম্যাপস এর আগে নতুন চাহিদা মেটাতে নানারকম আপডেট এনেছে, যেমন ইমারসিভ ভিউ বা লোকেশন শেয়ারিং অপশন। এই নতুন ডিজাইনও সেই ধারাবাহিকতার অংশ, যাতে ক্রমবর্ধমান ব্যবহারকারীর প্রত্যাশা পূরণ করা যায়।
এবারের ডিজাইন হয়তো ভবিষ্যতে আরও উন্নতির দরজা খুলে দিতে পারে। গুগল যেন বিশ্বস্ত সঙ্গী হিসেবে রয়ে যেতে চায় আমাদের দৈনন্দিন জীবন এবং ভ্রমণে।
সূত্র: https://3dvf.com/en/google-maps-is-preparing-a-new-design-but-not-the-one-you-expected/
রাকিব