ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত হোক

শামীম আহম্মেদ, নিউ গভ, ডিগ্রি কলেজ, রাজশাহী

প্রকাশিত: ১৮:৩৫, ২৫ জুলাই ২০২৫

নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত হোক

কমলাপুর রেলস্টেশন যাত্রীর চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হয় ১৯৬৮ সালের ১ মে। উদ্বোধন হয়েছিল তার কয়েক দিন আগেই, ২৭ এপ্রিল। ৫৭ বছর পরও এই দেশের সবচেয়ে বড় ও আন্তর্জাতিক মানের রেলস্টেশনটির নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। প্রতিদিন এখানে ঘটছে মোবাইল ছিনতাই, চুরি ও নানা অনাকাক্সিক্ষত ঘটনা। গতকাল আমি নিজে একটি ঘটনার প্রত্যক্ষদর্শী হই। এক তরুণ যাত্রী সেলফি তোলার সময় তার হাত থেকে মোবাইল টান দিয়ে পালিয়ে যায় ১৬-১৮ বছর বয়সী এক কিশোর। ঘটনার আগে ছেলেটিকে আরও কয়েকজনের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়। আনসার বাহিনীর দুজন দায়িত্বপ্রাপ্ত সদস্যকে জানালে তারা নির্লিপ্ত ভঙ্গিতে বলেন, ‘আমরা কীভাবে ওদের ধরব?” ভুক্তভোগী যাত্রী চোখের পানি মুছতে মুছতে সুবর্ণ এক্সপ্রেসে উঠতে বাধ্য হন। ঘটনাস্থলে কিছু সময় অপেক্ষা করার পর দেখি, ট্রেন ছাড়ার ২০ মিনিট পর একই চক্র আবারও স্টেশনে ফিরে আসে। এভাবে দিনের পর দিন চলতে থাকলে যাত্রীরা ভয় ও আতঙ্ক নিয়ে চলাচল করবেন। একটি দেশের প্রধান রেলস্টেশনে যদি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না হয়, তবে তা রেলওয়ের সার্বিক ব্যর্থতারই প্রতিচ্ছবি। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং দ্রুত কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করবে।

প্যানেল/মো.

×