ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বাগেরহাটে রেলপথ চাই

শাকিল সরদার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

প্রকাশিত: ১৮:৩১, ২৫ জুলাই ২০২৫

বাগেরহাটে রেলপথ চাই

বাগেরহাট বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শহর, যা মুঘল আমল থেকেই পরিচিত। ষাটগম্বুজ মসজিদসহ নানা প্রাচীন স্থাপত্য এই শহরের গৌরব। এখানকার নারকেল, তাল, সুপারি ও চিংড়ি মাছ সারাদেশে সমাদৃত। বাগেরহাট থেকে পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, মোংলাসহ বিভিন্ন শহরে সরাসরি সড়কপথ থাকলেও পরিবহন খরচ ও সময় বেশি হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। একসময় খুলনা-বাগেরহাট রেলপথ চালু ছিল, যা আমলাতান্ত্রিক সিদ্ধান্তে ১৯৯৮ সালে বন্ধ ঘোষণা করা হয়। ২০১২ সালে সব সম্পদ নিলামে বিক্রি করে এই সেকশনকে চূড়ান্তভাবে বিলুপ্ত করা হয়। এরপর দুই যুগ পেরিয়ে গেলেও রেলপথটি পুনরায় চালুর উদ্যোগ দেখা যায়নি। এর ফলে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে। বিশেষ করে প্রসূতি মায়েদের সময়মতো সেবা পাওয়া দুরূহ হয়ে উঠেছে। রেলপথ থাকলে সহজ, সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াতের মাধ্যমে এ ভোগান্তি অনেকটাই লাঘব হতো। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত রেলপথের ব্যবস্থা করে বাগেরহাটবাসীর কষ্ট লাঘব করুন।

প্যানেল/মো.

×