
সদরঘাট বাংলাদেশের অন্যতম বৃহৎ ও ব্যস্ত নৌ-বন্দর, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ নৌপথে যাতায়াত করেন। বিশেষ করে চাঁদপুর-ঢাকা নৌ-রুটে যাত্রীদের চাপ থাকে সবচেয়ে বেশি। কিন্তু এই যাতায়াতের শুরুতেই যাত্রীদের পড়তে হয় এক চরম ভোগান্তিতে। সেটি হলো কুলিদের দৌরাত্ম্য। অনেক কুলি যাত্রী নামার সঙ্গে সঙ্গে অনুমতি না নিয়েই মালামাল কেড়ে নেন, এরপর দাবি করেন অতিরিক্ত ভাড়া। ভাড়ার বিষয়ে আপত্তি তুললেই যাত্রীকে তুচ্ছ-তাচ্ছিল্য, গালিগালাজ এমনকি হুমকিরও শিকার হতে হয়। এমন চিত্র শুধু চাঁদপুর-ঢাকা রুটে নয়, দেশের প্রায় সব নৌ-রুটেই বিদ্যমান। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েন। অনেক সময় কিছু ব্যক্তি কুলির ছদ্মবেশে যাত্রীদের জিম্মি করে টাকা আদায় করে থাকেন। অবাক করার বিষয় হলো, এসব অনিয়ম প্রশাসনের চোখের সামনেই ঘটে, অথচ কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ে না। এই বিশৃঙ্খলার স্থায়ী সমাধানে কুলিদের রেজিস্ট্রেশন, ইউনিফর্ম ও নির্ধারিত ভাড়া তালিকা বাধ্যতামূলক করা অত্যন্ত জরুরি। নয়তো সাধারণ যাত্রীদের দুর্ভোগ চলতেই থাকবে।
প্যানেল/মো.