ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

আইফোন কিংবা অ্যান্ড্রয়েড: সাইবার নিরাপত্তায় আপনার ফোন থেকে ডিলিট করুন এই অ্যাপগুলো

প্রকাশিত: ০৯:০৮, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ০৯:০৯, ২৫ জুলাই ২০২৫

আইফোন কিংবা অ্যান্ড্রয়েড: সাইবার নিরাপত্তায় আপনার ফোন থেকে ডিলিট করুন এই অ্যাপগুলো

ছবি: প্রতীকী

আজকের দিনে স্মার্টফোন ব্যবহারকারীদের সবচেয়ে বড় হুমকির মধ্যে একটি হলো সেই অ্যাপগুলো, যেগুলো আপনি ফোনকে নিরাপদ করার জন্য ব্যবহার করেনআসলে সেগুলোই আপনার, আপনার ডিভাইস এবং ডেটার জন্য বিপজ্জনক হতে পারে। সম্প্রতি এমন একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে থাকা অ্যাপগুলো আপনার ফোন থেকে অবশ্যই মুছে ফেলা উচিত।

আপনার স্মার্টফোন ইতিমধ্যেই চীনের সাইবার আক্রমণের ঝুঁকিতে রয়েছে। এই অপরাধী গ্যাংগুলো হাজার হাজার অবৈধ টোল এবং ডিএমভি টেক্সট মেসেজ পাঠানোর পিছনে রয়েছে।

আপনার করণীয়

আপনার ফোনে নিচের যে কোনো অ্যাপ থাকলে তা অবশ্যই মুছে ফেলুন-

আইফোন ব্যবহারকারীদের জন্য:

১. X-VPN - Super VPN & Best Proxy

২. Ostrich VPN - Proxy Master

৩. VPN Proxy Master - Super VPN

৪. Turbo VPN Private Browser

৫. VPNIFY - Unlimited VPN

৬. VPN Proxy OvpnSpider

৭. WireVPN - Fast VPN & Proxy

৮. Now VPN - Best VPN Proxy

৯. Speedy Quark VPN - VPN Proxy

১০. Best VPN Proxy AppVPN

১১. HulaVPN - Best Fast Secure VPN

১২. Wirevpn - Secure & Fast VPN

১৩. Pearl VPN

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য:

১. Turbo VPN - Secure VPN Proxy

২. VPN Proxy Master - Safer VPN

৩. X-VPN - Private Browser VPN

৪. Speedy Quark VPN - VPN Master

৫. vpnify - Unlimited VPN Proxy

৬. Ostrich VPN - Proxy Unlimited

৭. Snap VPN: Super Fast VPN Proxy

৮. Signal Secure VPN - Robot VPN

৯. VPN Proxy OvpnSpider

১০. HulaVPN - Fast Secure VPN

১১. VPN Proxy AppVPN

অ্যাপল ও গুগলের প্রতিক্রিয়া:

গুগল জানায়, তারা প্রযোজ্য নিষেধাজ্ঞা ও ট্রেড কমপ্লায়েন্স আইন মেনে চলে এবং যেসব অ্যাকাউন্ট এসব আইন বা তাদের নিয়মাবলীর বিরুদ্ধে যায়, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। গুগল প্লে ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

অ্যাপল জানায়, তারা তাদের অ্যাপ স্টোর নীতিমালা প্রয়োগ করে থাকলেও কোথায় অ্যাপ তৈরি হয়েছে তা বিবেচনা করে না। তারা শুধুমাত্র প্রতিষ্ঠানভিত্তিক VPN অ্যাপ অনুমোদন দেয় এবং ডেটা সংগ্রহে স্বচ্ছতা দাবি করে। তৃতীয় পক্ষের সাথে ডেটা শেয়ার নিষিদ্ধ।

নিরাপত্তা পরামর্শ:

এই সমস্ত অ্যাপ ব্যবহারকারী তথ্য চুরি বা নজরদারির শিকার হতে পারে, যদিও সরাসরি প্রমাণ নেই। VPN এর প্রকৃতির কারণে এবং চীনের জাতীয় নিরাপত্তা আইনের কারণে, চীনা মালিকানাধীন VPN থেকে দূরে থাকা সবচেয়ে নিরাপদ। তাই পেইড এবং বিশ্বস্ত পশ্চিমা ব্র্যান্ডের VPN ব্যবহার করুন, ফ্রি বা চীনা VPN নয়।

 

সূত্র: ফোর্বস।

রাকিব

×