ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

নেতানিয়াহুকে গ্রেপ্তার নয়, বরং অভ্যর্থনা! আন্তর্জাতিক চাপের মুখে এই দেশ

প্রকাশিত: ১৮:৩২, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৩২, ২৫ জুলাই ২০২৫

নেতানিয়াহুকে গ্রেপ্তার নয়, বরং অভ্যর্থনা! আন্তর্জাতিক চাপের মুখে এই দেশ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট সফরকালে তাকে গ্রেপ্তার না করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকদের একটি প্যানেল দেশটিকে আদালতের তদারকি সংস্থার কাছে হস্তান্তর করেছে। আদালত জানিয়েছে, হাঙ্গেরির এই পদক্ষেপ আসামিদের বিচারের আওতায় আনতে আইসিসির ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওর্বান নেতানিয়াহুকে রাষ্ট্রীয় সফরে লাল গালিচা সংবর্ধনা দেন, যা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার পরিপন্থী। গাজা যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

ইসরায়েল আইসিসির সদস্য নয় এবং দেশটি এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক আবেদনপত্রে তিন বিচারকের প্যানেল উল্লেখ করেছে, “হাঙ্গেরির জন্য সহযোগিতার বাধ্যবাধকতা যথেষ্ট পরিষ্কার ছিল” এবং নেতানিয়াহুকে গ্রেপ্তার না করায় “আদালতের দায়িত্ব পালনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে।”

আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বিশ্বের বিভিন্ন দেশের ওপর নির্ভর করতে হয়।

আদালতের তদারকি সংস্থা অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিজের ক্ষমতা সীমিত। সংস্থাটি ডিসেম্বরে তাদের বার্ষিক সভায় এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবে।

সমালোচকদের চোখে স্বৈরাচার হিসেবে পরিচিত এবং ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সবচেয়ে অনমনীয় বাধা হিসেবে বিবেচিত ওর্বান, নেতানিয়াহুকে গ্রেপ্তার না করার সিদ্ধান্তকে জোরালোভাবে সমর্থন করেছেন। তিনি বলেন, হাঙ্গেরির আইসিসিতে অঙ্গীকার “আধা-মনোযোগী” এবং দেশটি আন্তর্জাতিক আদালত থেকে সরে আসার প্রক্রিয়া শুরু করেছে।

উল্লেখ্য, রোম সংবিধি, যা আইসিসির ভিত্তি হিসেবে কাজ করে, ২০০১ সালে ওর্বানের প্রথম প্রধানমন্ত্রিত্বকালে হাঙ্গেরি স্বাক্ষর করে।

আদালত হাঙ্গেরির পক্ষ থেকে পার্লামেন্ট আইসিসি-সংবিধি দেশের আইনে অন্তর্ভুক্ত করেনি—এই যুক্তি প্রত্যাখ্যান করে জানায়, “এ ধরনের আইন প্রণয়ন নিশ্চিত করাটা হাঙ্গেরির দায়িত্ব ছিল।”

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন গাজায় ২০ লক্ষাধিক ফিলিস্তিনির জীবন দুর্বিষহ মানবিক সংকটে পড়ে আছে। অঞ্চলটি বর্তমানে সীমিত সাহায্যের ওপর নির্ভরশীল। নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে “যুদ্ধের কৌশল হিসেবে অনাহার ব্যবহারের” অভিযোগ আনা হয়েছে। এছাড়া হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানানোরও অভিযোগ রয়েছে।

গত এক বছরে এটি তৃতীয়বার, যখন আইসিসি কোনো সদস্য রাষ্ট্রকে আসামি গ্রেপ্তার না করায় তদন্তের মুখোমুখি করল। ফেব্রুয়ারিতে আদালত ইতালির কাছে ব্যাখ্যা চায় কেন তারা নির্যাতন ও হত্যার সন্দেহভাজন এক লিবীয় নাগরিককে আদালতের কাছে না হস্তান্তর করে ইতালীয় সামরিক বিমানে নিজ দেশে পাঠিয়ে দেয়।

অক্টোবরে আদালত মঙ্গোলিয়াকে তদারকি সংস্থার কাছে হস্তান্তর করে, কারণ দেশটি এশিয়ার ওই দেশে সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করেনি।

আবির

×