ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মেঘনায় ঝড়ে আরও এক ট্রলার ডুবি, অল্পের জন্য রক্ষা পেল পাঁচ জেলে

হাসিব রহমান, ভোলা

প্রকাশিত: ১৮:৫১, ২৫ জুলাই ২০২৫

মেঘনায় ঝড়ে আরও এক ট্রলার ডুবি, অল্পের জন্য রক্ষা পেল পাঁচ জেলে

ছবিঃ সংগৃহীত

ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে আরও একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে পাঁচজন মাঝি-মাল্লা ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে ইলিশা জোড়খাল মাঝঘাট থেকে সফিজল মাঝির ট্রলারটি মাছ ধরতে মেঘনা নদীর গভীরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। তবে আশপাশে থাকা অন্যান্য ট্রলারের জেলেরা তাৎক্ষণিক এগিয়ে এসে পানিতে পড়ে যাওয়া পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব সাংবাদিকদের জানান, বর্তমান বৈরী আবহাওয়ার কারণে নদীতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলা উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগর মোহনায় মাছ শিকার করতে গিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝড়ের কবলে পড়ে ১২ জেলে সহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ১১ জেলে উদ্ধার হলেও মো: ইউসুফ দেওয়ান (৩৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।
 

 

মারিয়া

×