ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বাড়ছে সাইবার ঝুঁকি: সুরক্ষিত থাকতে ফোনের এই সিকিউরিটি সেটিংসগুলো পরিবর্তন করুন এখনই

প্রকাশিত: ০৮:৪৪, ২৫ জুলাই ২০২৫; আপডেট: ০৮:৪৬, ২৫ জুলাই ২০২৫

বাড়ছে সাইবার ঝুঁকি: সুরক্ষিত থাকতে ফোনের এই সিকিউরিটি সেটিংসগুলো পরিবর্তন করুন এখনই

ছবি: প্রতীকী

আজকের দিনে স্মার্টফোনে তথ্য সুরক্ষার জন্য অনেক সিকিউরিটি ফিচার থাকলেও, অধিকাংশ সময় এসব সেটিংস ডিফল্ট হিসেবে বন্ধ থাকে। আপনি হোন বিলাসবহুল ফ্ল্যাগশিপ ফোন ব্যবহারকারী, বা সাধারণ বাজেট ফোন ব্যবহারকারী, কিছু গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তন করলেই আপনি অনলাইনে নিরাপদে থাকতে পারবেন। ডিভাইস ট্র্যাকিং চালু করা, দুই-স্তরের যাচাই ব্যবস্থা (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) সেট করা, এবং সেনসিটিভ অ্যাপ লক করা- এসব কাজ আপনার ফোনকে দুর্বৃত্তদের হাত থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

চলুন জেনে নেই, ফোনের গোপনীয়তা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এখনই পরিবর্তন করা প্রয়োজন এমন ১০টি নিরাপত্তা সেটিংস।

১. গুগল প্লে প্রটেক্ট চালু করুন

গুগল প্লে প্রটেক্ট আপনার ফোন থেকে ক্ষতিকারক অ্যাপ সরিয়ে দেয়, সতর্কতা পাঠায় এবং সন্দেহজনক অ্যাপ শনাক্ত করলে ইনস্টলেশন আটকে দেয়। চালু করতে:

  • গুগল প্লে স্টোর খুলুন
  • উপরের প্রোফাইল আইকনে চাপুন
  • ‘Play Protect’ সিলেক্ট করুন
  • সেটিংস আইকনে ট্যাপ করে ‘Scan apps with Play Protect’ চালু করুন

২. গুগল অ্যাকাউন্টে দুই-স্তরের যাচাই (2FA) চালু করুন

আপনার গুগল অ্যাকাউন্টে ক্লাউড ব্যাকআপ, পেমেন্ট তথ্য ইত্যাদি থাকে। ২এফএ চালু করলে পাসওয়ার্ড চুরি হলেও অনধিকার প্রবেশ কঠিন হয়ে যায়। চালু করতে:

  • গুগল অ্যাকাউন্ট সাইটে যান
  • Security ট্যাবে যান
  • ‘2-Step Verification’ এ ক্লিক করে নির্দেশনা অনুসরণ করুন

৩. বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার করে ফোন আনলক করুন

আঙুলের ছাপ বা মুখ চিনে ফোন আনলক করলে নিরাপত্তা বাড়ে এবং পিন বা পাসওয়ার্ডের চেয়ে সুবিধাজনক। চালু করতে:

  • সেটিংস > Security & privacy > Biometric unlock এ যান
  • ফেস বা ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন করুন

৪. সেনসিটিভ অ্যাপ লক করুন

ব্যাংকিং, পেমেন্ট সংক্রান্ত অ্যাপগুলো লক করলে কেউ ফোন চুরি করলেও ডেটা সুরক্ষিত থাকে। Android 15 এ ‘Private Space’ ব্যবহার করে অ্যাপ লক করা যায়, অন্য ফোনে ‘App Lock’ বা ‘Secure Folder’ অপশন থাকলে সেগুলো ব্যবহার করুন।

৫. Find My Device চালু করে ফোন ট্র্যাক ও রিমোট লক করুন

গুগলের ‘Find My Device’ দিয়ে ফোন হারিয়ে গেলে তা খুঁজে পেতে বা লক করতে পারেন। চালু করতে:

  • সেটিংস > Security & privacy > Find My Device > চালু করুন
  • হারিয়ে গেলে https://google.com/android/find এ গিয়ে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন

৬. সর্বশেষ সিকিউরিটি আপডেট ইনস্টল করুন

সিস্টেমের দুর্বলতা ঠিক করার জন্য নিয়মিত আপডেট পাওয়া যায়। চালু করতে:

  • সেটিংস > System > Software update এ যান এবং আপডেট ডাউনলোড করুন

৭. ফোনের লকস্ক্রিনে কোন তথ্য দেখানো হবে তা নিয়ন্ত্রণ করুন

আপনার ফোনের লকস্ক্রিনে নোটিফিকেশন দেখানো হয়। প্রাইভেসির জন্য ‘Hide silent conversations and notifications’ বা ‘Do not show any notifications’ অপশন ব্যবহার করুন।

৮. অ্যাপ পারমিশন সীমিত করুন

অ্যাপগুলো আপনার অপ্রয়োজনীয় তথ্য যেমন লোকেশন, কল লগ, কন্টাক্টস সংগ্রহ করতে পারে। তাই পারমিশন নিয়মিত চেক করে অপ্রয়োজনীয় অনুমতি বাতিল করুন।

৯. Extend Unlock (স্মার্ট লক) বন্ধ করুন

যখন আপনি Trusted places বা Trusted devices এর বাইরে থাকেন তখন স্মার্ট লক দিয়ে ফোন অননুমোদিত কেউ আনলক করতে পারে। তাই Extend Unlock সেটিংস থেকে ‘On-body detection’, ‘Trusted places’, ‘Trusted devices’ বন্ধ করে দিন।

১০. Private DNS চালু করুন

পাবলিক ওয়াইফাইতে ব্রাউজিং করলে তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকে। Private DNS চালু করলে আপনার ডিএনএস ক্যোয়ারি এনক্রিপ্টেড হয় এবং প্রাইভেসি বাড়ে। চালু করতে:

  • সেটিংস > Network & internet > Private DNS > ‘Private DNS provider hostname’ সিলেক্ট করুন
  • dns.google বা one.one.one.one লিখে সেভ করুন

ফোনের ডেটা সুরক্ষায় সচেতন থাকুন

ব্যক্তিগত ও কাজের গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ফোন সুরক্ষা অপরিহার্য। এই সহজ কিছু সেটিংস পরিবর্তন করে আপনি আপনার ফোনকে হ্যাকার, ম্যালওয়্যার ও চুরি থেকে অনেকটাই নিরাপদ রাখতে পারবেন। এছাড়া ক্রোম ব্রাউজার ব্যবহার করলে গুগলের Safe Browsing চালু করতে পারেন এবং অ্যান্টি-থেফট ফিচারও ব্যবহার করুন।

 

সূত্র: https://www.androidpolice.com/android-security-settings-change-now/

রাকিব

×