ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

শ্রেণীকক্ষ সংকট বাধ্য হয়ে গাছের নিচে চলছে পাঠদান

মো. বদরুল আলম বিপুল, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সখীপুর,টাঙ্গাইল

প্রকাশিত: ০১:৪৫, ২৪ জুলাই ২০২৫

শ্রেণীকক্ষ সংকট বাধ্য হয়ে গাছের নিচে চলছে পাঠদান

ছবি : জনকণ্ঠ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার সুরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীদের পাঠদান চলছে বিদ্যালয় চত্বরে গাছের নিচে। আজ (২৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায় শিক্ষকরা খোলা আকাশের নিচে ব্ল্যাকবোর্ড টানিয়ে কোনোভাবে পাঠদানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত (২১ জুলাই) বিদ্যালয়ের ছাদের একটি অংশ ধসে পড়ে ইলমা ইসলাম (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। ছাদ ধসে তার মাথা ও হাতে আঘাত লাগে। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম বলেন, ভবনটি ১৯৯৩-৯৪ সালে নির্মিত। অনেকদিন ধরেই এটি ঝুঁকিপূর্ণ ছিল। দুর্ঘটনার পর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। উপজেলা ইঞ্জিনিয়ার, সহকারী শিক্ষা অফিসার মো. রমজান আলী স্যার এসে পরিদর্শন করে গেছেন। উনারা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে গেছেন। আমি দ্রুত ভবন নির্মাণের দাবি জানাই তাদের কাছে। 

 তিনি বলেন, দুর্ঘটনার পর আর সেই ভবনে ক্লাস করানো সম্ভব নয়। ক্লাস সংকট তাই বাধ্য হয়ে গাছের নিচে ক্লাস নিচ্ছি। 

এ বিষয়ে সখীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশেদ আলম বলেন, ঘটনাটি আমি জেনেছি। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা বলেন, “যে ভবনে পড়তে গিয়ে ছাত্রী আহত হলো, সেটিতে আর কোনো শিক্ষার্থীকে পাঠানো উচিত নয়। আমরা অবিলম্বে নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।
 

Mily

×