
ছবি: সংগৃহীত
দীর্ঘ সময় ব্যবহার উপযোগী স্মার্টফোন কেনার সময় অধিকাংশ ব্যবহারকারী শক্তিশালী ব্যাটারির ওপর ভরসা করেন। তবে ভুল চার্জিং অভ্যাসের কারণে ব্যয়বহুল ব্র্যান্ডের ফোনের ব্যাটারিও দ্রুত নষ্ট হয়ে যেতে পারে বলে সতর্ক করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিশেষ করে নিয়মিত ১০০ শতাংশ চার্জ দিলে ব্যাটারির আয়ু কমে যায় বলেই মনে করছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি সময়ের সঙ্গে সঙ্গে চার্জ ধরে রাখার ক্ষমতা হারায়। গবেষণায় দেখা গেছে, প্রতিবার ফোনকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ দিলে ব্যাটারি দীর্ঘক্ষণ উচ্চ ভোল্টেজের সংস্পর্শে থাকে। এতে অভ্যন্তরীণ রাসায়নিক গঠনে চাপ পড়ে এবং দ্রুত ক্ষমতা কমতে শুরু করে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘কেমিক্যাল এজিং’। প্রথম দিকে এর প্রভাব তেমন বোঝা না গেলেও কয়েক মাসের মধ্যেই দেখা দেয় চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া বা ফোন অতিরিক্ত গরম হয়ে ওঠার মতো সমস্যা।
প্রযুক্তি বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, স্মার্টফোনের চার্জ সবসময় ৫০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখাই সবচেয়ে নিরাপদ। কারণ বারবার পুরোপুরি চার্জ দেওয়া কিংবা চার্জ শূন্য হয়ে যাওয়া—উভয়ই ব্যাটারির জন্য ক্ষতিকর। এই সমস্যা সমাধানে বাজারের অনেক হালনাগাদ ফোনে এখন বিশেষ চার্জিং সুরক্ষা ফিচার যুক্ত করা হয়েছে।
উদাহরণস্বরূপ, স্যামসাংয়ের কিছু মডেলে ‘প্রটেক্ট ব্যাটারি’ নামের একটি অপশন রয়েছে, যা সক্রিয় থাকলে চার্জ ৮৫ শতাংশে পৌঁছালে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। একইভাবে, গুগল পিক্সেল ফোনে রয়েছে ‘চার্জিং অপটিমাইজেশন’ সুবিধা, যা চার্জ ৮০ শতাংশে পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
অতিরিক্ত চার্জের পাশাপাশি তাপমাত্রাও ব্যাটারির ওপর বড় প্রভাব ফেলে বলে জানাচ্ছেন প্রযুক্তি বিশ্লেষকরা। অতিরিক্ত গরম বা ঠান্ডা আবহাওয়ায় ফোন ব্যবহার করলে ব্যাটারির অভ্যন্তরীণ গঠন ক্ষতিগ্রস্ত হয় এবং পারফরম্যান্সও কমে যায়। তাদের মতে, স্মার্টফোন ব্যাটারির জন্য আদর্শ তাপমাত্রা ০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৩২ থেকে ৯৫ ডিগ্রি ফারেনহাইট)।
ফোনের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করতে হলে নিয়মিত চার্জিংয়ের অভ্যাসে পরিবর্তন আনা জরুরি, বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
সূত্র: https://www.bgr.com/1917648/charging-android-phone-100-percent-hurt-battery/
রাকিব