ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

ফ্রান্সের ফিলিস্তিনকে স্বীকৃতি নিয়ে চটে গেলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৮, ২৫ জুলাই ২০২৫

ফ্রান্সের ফিলিস্তিনকে স্বীকৃতি নিয়ে চটে গেলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে ‘বিপজ্জনক ও বেপরোয়া’ বলে উল্লেখ করে বলেন, এটি ৭ অক্টোবর হামলার শিকারদের ‘মুখে চপেটাঘাত’।

রুবিও এক্স-এ (পূর্বের টুইটার) লিখেছেন, “জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা একেবারেই অগ্রহণযোগ্য। এটি হামাসের প্রচারণাকে উৎসাহিত করে এবং শান্তির প্রচেষ্টাকে পিছিয়ে দেয়।” তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত শান্তির বদলে সহিংসতাকেই প্রশ্রয় দিচ্ছে।”

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঘোষণা দেন, সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তার ভাষায়, “গাজায় যুদ্ধ বন্ধ করা, বেসামরিক জনগণকে রক্ষা এবং মধ্যপ্রাচ্যে শান্তি আনতেই এই পদক্ষেপ।” তিনি আরও যোগ করেন, “আমরা ফিলিস্তিনকে গঠন করতে চাই একটি অ-সামরিক রাষ্ট্র হিসেবে, যা ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে সকল পক্ষের নিরাপত্তা নিশ্চিত করবে।”

এদিকে ইসরায়েল এই সিদ্ধান্তকে ‘সন্ত্রাসের পুরস্কার’ বলে অভিহিত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, “ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশপাশি রাষ্ট্র নয়, বরং ইসরায়েলের বিকল্প রাষ্ট্র চায়।” তিনি সতর্ক করে বলেন, “গাজা থেকে সেনা প্রত্যাহারের ফল কী হয়েছিল, তা ইতিহাস জানে (হামাসের দখল)। তাই এবার কোনো ঝুঁকি নয়।”

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার এক্স-এ লেখেন, “একটি ফিলিস্তিনি রাষ্ট্র মানেই আরেকটি হামাস রাষ্ট্র। ম্যাক্রোঁ নিজেই প্যারিসে নিরাপত্তা দিতে পারছেন না, আর তিনি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবেন? এটা বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া।”

বিশ্বের প্রায় ৩০টি দেশ এরইমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং গাজায় মানবিক বিপর্যয় ঠেকাতে ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

মুমু ২

×