
ছবিঃ সংগৃহীত
একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের একটি টেক কোম্পানির দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটেছে। ভিডিওটি ছিল জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের একটি কনসার্টের, যেখানে ওই দুই কর্মকর্তা একটি বড় পর্দায় জড়িয়ে ধরতে দেখা যায়।
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, অ্যাস্ট্রোনোমার-এর চিফ পিপল অফিসার (সিপিও) ক্রিস্টিন ক্যাবট এখন আর প্রতিষ্ঠানে নেই এবং তিনি পদত্যাগ করেছেন।
তার এই পদত্যাগ আসে কোম্পানির সাবেক সিইও অ্যান্ডি বায়রনের পদত্যাগের পরপরই। গত সপ্তাহে কোম্পানিটি জানায়, তাকে ছুটিতে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
যদিও ভাইরাল হওয়া ভিডিওতে থাকা ব্যক্তি দুজনের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি বিবিসি, তবে মার্কিন সংবাদমাধ্যমে তারা অ্যাস্ট্রোনোমার-এর সহকর্মী হিসেবেই পরিচিত হয়েছেন।
ভিডিওতে দেখা যায়, একটি কোল্ডপ্লে কনসার্টে এক পুরুষ ও এক নারী একটি জায়ান্ট স্ক্রিনে একে অপরকে জড়িয়ে ধরছেন। ক্যামেরায় ধরা পড়ার পর তারা দুজনেই দ্রুত নিচু হয়ে পড়েন ও লজ্জায় আড়াল নেন।
এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি করে, যার ফলেই কোম্পানির অভ্যন্তরীণ নীতি ও পেশাগত আচরণ নিয়ে প্রশ্ন ওঠে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রঃ বিবিসি
নোভা