ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

সব নাগরিককে নগদ সহায়তা দেবে মালয়েশিয়া সরকার

শরিফুল খান প্লাবন, মালয়েশিয়া

প্রকাশিত: ০৮:০১, ২৪ জুলাই ২০২৫

সব নাগরিককে নগদ সহায়তা দেবে মালয়েশিয়া সরকার

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া সরকার দেশের প্রতিটি পূর্ণবয়স্ক নাগরিককে এককালীন ১০০ রিঙ্গিত (প্রায় ২,৮০০ টাকা বাংলাদেশি মুদ্রায়) নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার ২৩ জুলাই এক জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন। এটি মালয়েশিয়ার ইতিহাসে একটি ব্যতিক্রমী আর্থিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, দেশের প্রায় ২ কোটি নাগরিক এই সহায়তার আওতায় আসবেন। ১৮ বছর বা তার বেশি বয়সী প্রতিটি মালয়েশিয়ান নাগরিক এই নগদ সহায়তা পাবেন, যা সরাসরি তাঁদের জাতীয় পরিচয়পত্র ‘MyKad’-এর মাধ্যমে যুক্ত থাকবে। প্রাপ্ত অর্থ ব্যবহার করা যাবে দেশজুড়ে নির্ধারিত ৪,১০০টি মুদি দোকান ও সুপারশপে, যার মধ্যে রয়েছে Mydin, Lotus’s, Econsave, 99Speedmart এবং স্থানীয় ছোট দোকানগুলো।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, “বর্তমান বৈশ্বিক ও স্থানীয় আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সরকার জনগণের জীবনযাত্রার মান বজায় রাখতে বদ্ধপরিকর। এই আর্থিক সহায়তা ক্ষণিক স্বস্তি এনে দেবে সাধারণ মানুষকে।” তিনি আরও জানান, ৩১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে প্রাপ্ত অর্থ ব্যবহার করতে হবে। যারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ ব্যবহার করতে ব্যর্থ হবেন, তাঁদের অব্যবহৃত অর্থ পুনর্বণ্টন করা হবে নিম্নআয়ের পরিবারের মাঝে।

এছাড়াও প্রধানমন্ত্রী পেট্রোল RON95-এর দাম কমিয়ে প্রতি লিটার ১.৯৯ রিঙ্গিত নির্ধারণের ঘোষণা দেন, যা সাধারণ মানুষের জন্য আরেকটি বড় স্বস্তি। একইসঙ্গে তিনি আরও জানান, ২০২৫ সালের জন্য সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ১৫ বিলিয়ন রিঙ্গিত করা হয়েছে।

তবে এই ঘোষণা নিয়ে কিছু সমালোচনাও রয়েছে। বিরোধী দলগুলোর দাবি, এই সহায়তা সাময়িক এবং দীর্ঘমেয়াদি সংকট সমাধানে পর্যাপ্ত নয়। তাদের মতে, বড় আকারের অর্থনৈতিক সংস্কার এবং লক্ষ্যভিত্তিক ভর্তুকির মাধ্যমে স্থায়ী সমাধান খুঁজতে হবে।

তবুও সাধারণ জনগণের মাঝে এই ঘোষণা ব্যাপক স্বস্তি ও আশার সঞ্চার করেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষজন মনে করছেন, এটি তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজতর করতে কার্যকর ভূমিকা রাখবে।

মুমু ২

×