ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

কাতারে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:২৫, ২৩ জুলাই ২০২৫; আপডেট: ০০:২৭, ২৩ জুলাই ২০২৫

কাতারে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো. রায়হান। কাতারে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক অতিক্রম করার মুহূর্তে দ্রুতগতির একটি গাড়ি রায়হানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জানা যায়, উপজেলার বেতাগী ইউনিয়নের উত্তরপাড়া এলাকার যুবক মো. রায়হান গত পাঁচ বছর পূর্বে কাতারে চাকুরি করতে যান। নিহতের প্রতিবেশী মো. মাহমুদুল আলম জানান, তার স্ত্রী ও একমাত্র সন্তান দেশে রয়েছে।

তার আকম্মিক মৃত্যুর সংবাদে এলাকাজুড়ে শোকের মাতম চলছে। রায়হানের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রাকিব

×