
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আবাসন সংক্রান্ত গোয়েন্দা বিভাগের তল্লাশি শাখা একটি নতুন ভিসা বাণিজ্য চক্রের সন্ধান পেয়েছে এবং সেই চক্রের মূল হোতাকে আটক করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক কুয়েতি নাগরিক নিজের ক্ষমতা ও পদমর্যাদার অপব্যবহার করে ২৫টি কোম্পানি এবং আরও ৪টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করার অধিকার নিয়েছিলেন। এই সুযোগ ব্যবহার করে তিনি ৫৬ জনেরও বেশি শ্রমিককে অবৈধভাবে রেসিডেন্স ভিসা দিয়েছেন টাকার বিনিময়ে। এসব শ্রমিকদের আসলে কোনও প্রকৃত কর্মস্থল ছিল না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই কাজটি মানবপাচার ও ভিসা বাণিজ্যের জঘন্য উদাহরণ। দেশের শ্রমবাজারকে বিকৃত করার এই অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে।
তদন্তে দেখা যায়, এসব কোম্পানিকে কাগজে-কলমে ব্যবহার করে অবৈধ উপায়ে লোক আনানো হতো, যার ফলে কুয়েতের সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে।
মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এ ধরনের চক্রের বিরুদ্ধে তাদের নজরদারি অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই ঘটনাটি কুয়েতে অবৈধ রেসিডেন্সি ব্যবসা এবং মানবপাচার বিরোধী অভিযানে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজু