ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

ম্যামথ ফিরিয়ে আনতে গিয়ে বিজ্ঞানীদের অপ্রত্যাশিত সাফল্য, অপেক্ষা ২০২৮ সালের!

প্রকাশিত: ০৩:১৮, ২২ জুলাই ২০২৫; আপডেট: ০৩:১৯, ২২ জুলাই ২০২৫

ম্যামথ ফিরিয়ে আনতে গিয়ে বিজ্ঞানীদের অপ্রত্যাশিত সাফল্য, অপেক্ষা ২০২৮ সালের!

ছবি: সংগৃহীত

জীবাশ্ম যুগের প্রাণী ম্যামথকে ফিরিয়ে আনার লক্ষ্যে বিজ্ঞানীরা যখন জেনেটিক পরীক্ষায় ব্যস্ত, ঠিক তখনই পরীক্ষাগারে জন্ম নিল এক অভূতপূর্ব প্রাণী—ম্যামথের মতো ঘন লোমে আবৃত ইঁদুর! এই আশ্চর্য আবিষ্কার নতুন করে প্রশ্ন তোলে—বিজ্ঞান ও নৈতিকতার সীমানা কোথায়?

বিশ্বের উন্নত জেনেটিক গবেষণাগারে চলছে প্রাগৈতিহাসিক প্রাণী পুনরুজ্জীবনের প্রয়াস। এই প্রকল্পের নেতৃত্বে আছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘কোলসাল বায়োসায়েন্সেস’। তাদের লক্ষ্য, বিলুপ্ত ম্যামথ ও বর্তমানের এশিয়ান হাতির জেনেটিক গঠন মিলিয়ে একটি সংকর প্রজাতি তৈরি করা, যার জন্য ব্যবহার করা হচ্ছে ইন্ডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেল (IPSC) প্রযুক্তি।

পরীক্ষা হিসেবে ইঁদুর, ফল ম্যামথ-ইঁদুর!

পরীক্ষার প্রথম ধাপেই বিজ্ঞানীরা বেছে নিয়েছেন ইঁদুরকে—তাদের ক্ষুদ্র দেহ, দ্রুত প্রজনন ও সুপরিচিত জিনগত কাঠামো এ ক্ষেত্রে উপযুক্ত। ম্যামথের বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ করে ঠান্ডা সহনীয় ঘন লোম উৎপাদনের জিন ইঁদুরের দেহে প্রতিস্থাপন করার পর দেখা যায়, ইঁদুরের শরীরে জন্ম নেয় ম্যামথসদৃশ ঘন লোম! যদিও আচরণ ও দেহের গঠনে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি, তবে বিজ্ঞানীদের মতে এটি একটি যুগান্তকারী সাফল্য।

এখন প্রশ্ন নৈতিকতা ও ভবিষ্যৎ নিয়ে

ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের বিজ্ঞানী রবিন লোভেল-ব্যাজ এই প্রকল্প নিয়ে আশাবাদী হলেও সতর্কও। তাঁর মতে, জেনেটিক এই পরিবর্তনের শারীরবৃত্তীয় ও আচরণগত প্রভাব এখনও পুরোপুরি বোঝা যায়নি।

তবুও গবেষক দলের লক্ষ্য স্পষ্ট—এই পরীক্ষার সফলতার উপর ভিত্তি করে ২০২৮ সালের মধ্যেই জন্ম দিতে চান প্রথম পূর্ণাঙ্গ ম্যামথ-হাতি সংকর প্রাণী। তবে এ ধরনের প্রাণী আদৌ টিকে থাকতে পারবে কি না, বা এর জন্য প্রয়োজনীয় বাস্তুতন্ত্র কি বর্তমান পৃথিবীতে আছে—সে প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট।

এই ‘উল্কি-ইঁদুর’-এর মধ্য দিয়ে বিজ্ঞান ও নৈতিকতার মাঝের রেখা যেন আরও ধূসর হয়ে উঠেছে। সব ঠিকঠাক চললে ২০২৮ সাল সত্যিই হতে পারে মানব ইতিহাসে এক অনন্য মাইলফলক।

 

সূত্র: https://3dvf.com/en/scientists-aim-to-resurrect-the-mammoth-but-have-created-an-unexpected-organism/

রাকিব

×