ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

তোপের মুখে জামায়াত আমির, হাসপাতালে অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের দেখতে গিয়ে

প্রকাশিত: ২১:৩৬, ২১ জুলাই ২০২৫

তোপের মুখে জামায়াত আমির, হাসপাতালে অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের দেখতে গিয়ে

সংগৃহীত

উত্তরার মিলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেলে রাজনৈতিক সমালোচনার মুখে পড়েন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

 দুপুরে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে গেলে সেখানে থাকা কিছু স্বেচ্ছাসেবক ও অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, “এই মুহূর্তে রাজনীতি না করলেই ভালো হতো। এখন পাশে দাঁড়ানোর সময়, প্রচারের নয়।”

হাসপাতালের এক স্বেচ্ছাসেবক বলেন, “আমরা চাই সবাই পাশে থাকুক, কিন্তু রাজনৈতিক পরিচয় সামনে এনে কেউ যেন এখানে আসেন না। এখন আমাদের দরকার সহানুভূতি, না যে কেউ এসে ব্যানার-ব পোস্ট করে চলে যাবেন।”

এই ঘটনায় জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, মানবিক বিবেচনায় তিনি হাসপাতালে গিয়েছিলেন এবং কোনো রাজনৈতিক বক্তব্য দেননি।

বিকেলে উত্তরার মিলস্টোন স্কুল একটি ছোট প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের পাশে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হ্যাপী

×