
ছবি: সংগৃহীত
বিমান দুর্ঘটনার কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা স্থগিত করা হয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন।
আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুপুরে পদযাত্রা শেষে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বরের পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পাহাড় থেকে সমতল, সবার অংশগ্রহণে সম্প্রীতি ও ঐক্যের বাংলাদেশ গড়তে চায় এনসিপি। এ সময় উত্তরায় বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক জানান দলটির প্রধান।
সব দলের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। এদিকে বিমান দুর্ঘটনার কারণে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় এনসিপির নির্ধারিত পদযাত্রা স্থগিত করা হয়েছে।
মুমু ২